ইসলাম টাইমস ডেস্ক : যৌন নিপীড়ন ও নারী নির্যাতনের প্রতিবাদে ইহুদিবাদী ইসরাইলে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছেন। নারীর বিরুদ্ধে সহিংসতার ঘটনা তদন্তে সংসদীয় কমিশন গঠনের প্রস্তাব প্রত্যাখ্যানের এক সপ্তাহ পর সোমবার (২৬ নভেম্বর) রাজধানী তেল আবিবের রাস্তায় নেমে বিক্ষোভ করেন ইসরাইলি নারীরা। আজকের বিক্ষোভে অন্তত দুই হাজার নারী অংশ নেন।
বিক্ষোভকারীরা বলেন, তারা আর নিশ্চুপ থাকবেন না। তারা বিপ্লব ঘটিয়ে ছাড়বেন। বিক্ষোভকারীরা নারী নির্যাতন ও হত্যাকাণ্ড বন্ধে কার্যকরি পদক্ষেপ নেয়ার দাবি জানান।
তেল আবিব অ্যাসিসটেন্ট সেন্টারের পরিচালক মিরিয়াম শেলার বলেন, ইসরাইলে প্রতি ১০টি ধর্ষণ মামলার মধ্যে নয়টিরই ইতি টানা হয় অভিযোগপত্র না দিয়েই। যতদিন পর্যন্ত ধর্ষণ সংস্কৃতি বন্ধ না হবে ততদিন তাদের আন্দোলন চলবে।
আজকের বিক্ষোভের আয়োজনে মূল ভূমিকা রেখেছে ইসরাইলের নারী অধিকার সংস্থাগুলো। আয়োজকরা বলেছেন, চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত অন্তত ২০ জন নারীকে তাদের স্বামী ও স্বজনরা নির্যাতন করে হত্যা করেছে।
সূত্র : পার্সটুডে
