ইসলাম টাইমস ডেস্ক: সিলেট-৬ আসনে মহাজোট থেকে সমশের মবিন চৌধুরীর প্রার্থিতার কথা শোনা গেলেও অবশেষে এ আসন থেকে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকেই মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ।
দলবদল করে বিকল্পধারায় যোগ দিয়েও অবশেষে মহাজোটে ঠাঁই হলো না সমশের মবিন চৌধুরীর। এ কারণে ক্ষুব্ধ সমশের মবিন চৌধুরী। কূটনীতিক সমশের মবিন চৌধুরীকে নিয়ে এবার সিলেটের ভোটের মাঠে আলোচনা তুঙ্গে।
নির্বাচনকে সামনে রেখে মাসখানেক আগে তিনি নীরবতা ভেঙে বিকল্পধারায় যোগ দেন। এরপর তাকে বিকল্পধারার প্রেসিডিয়াম সদস্য করা হয়। দলটির নীতিনির্ধারকও হন তিনি।
তার যোগদানের পর থেকেই বিকল্পধারা মহাজোটভুক্ত হচ্ছে বলে আলোচনা জোরালো হয়। নির্বাচনকে কেন্দ্র করে বর্তমানে আওয়ামী লীগের সঙ্গে জোটবদ্ধ হওয়ার প্রক্রিয়ায় রয়েছে বিকল্পধারা।
সিলেট-৬ আসনে বিকল্পধারা থেকে মহাজোটের প্রার্থী চাওয়া হয়েছিল সমশের মবিন চৌধুরীকে। এ নিয়ে সমশের মবিনের পক্ষে গ্রিন সিগন্যালও ছিল জোটের পক্ষ থেকে। কিন্তু গতকাল আওয়ামী লীগের ঘোষিত ফলাফলে সিলেট-৬ আসন থেকে প্রার্থী ঘোষণা দেয়া হয়েছে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে।
নাহিদের নাম ঘোষণার পর ক্ষুব্ধ বিকল্পধারার প্রেসিডিয়াম সদস্য সমশের মবিন চৌধুরী।
গতকাল রাতে তিনি সাংবাদিকদের জানান- ‘আমি নির্বাচন করছি। সিলেট-৬ আসনে মনোনয়নপত্র জমা দেবো।’ তিনি বিকল্প ধারার হয়ে এ নির্বাচনে অংশ নেবেন বলে জানান। নির্বাচন থেকে সরে যাওয়ার তার সুযোগ নেই বলে মন্তব্য করেন তিনি। সমশের মবিনের কঠোর অবস্থানের কারণে জোটগতভাবে এ আসন নিয়ে বিদ্রোহের কবলে পড়তে পারে আওয়ামী লীগ। সমশের মবিনের বাড়ি সিলেটের গোলাপগঞ্জে। এলাকায় তাদের পারিবারিক ঐতিহ্যও রয়েছে।
