ইসলাম টাইমস ডেস্ক : দলীয় মনোনয়ন না পেয়ে ধানের শীষে নির্বাচন করতে গণফোরামে যোগ দিয়েছেন আওয়ামী লীগের সাবেক তথ্য প্রতিমন্ত্রী আবু সাঈদ।
আজ সোমবার তিনি গণফোরামে যোগ দেন। একই সঙ্গে দুপুরে গণফোরামের আরামবাগ অফিস থেকে তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে মনোনয়নপত্র সংগ্রহ করেন।
গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘আজ দুপুরে আবু সাঈদ আমাদের পার্টি অফিস থেকে ফরম নেন। এখন তিনি ড. কামাল হোসেনের চেম্বারে যাবেন দেখা করতে।’
আবু সাঈদ এবার পাবনা-১ থেকে আওয়ামী লীগের প্রার্থী হতে মনোনয়নপত্র কেনেন, তবে ওই দল থেকে মনোনয়ন পাননি। সেখান থেকে মনোনয়ন পেয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামছুল হক টুকু।
তিনি ১৯৯৬-২০০১ সালে আওয়ামী লীগের তথ্য প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
গণফোরাম এবার জাতীয় ঐক্যফ্রন্টের হয়ে নির্বাচন করবে। সাবেক সামরিক বাহিনীর সদস্যসহ বেশ কয়েকজন ইতিমধ্যে গণফোরামে যোগ দিয়েছেন।
