বাঘাইছড়ি থেকে অস্ত্রসহ আটক ১

ইসলাম টাইমস ডেস্ক : অবৈধ অস্ত্রসহ রাঙামাটি জেলার বাঘাইছড়ি থেকে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট’র (ইউপিডিএফ) এক সদস্যকে আটক করেছে যৌথবাহিনী। আটককৃতের নাম- রিমেল চাকমা (১৮)। সে বাঘাইছড়ি উপজেলার ঝগড়াবিল গ্রামের সন্তু মনি চাকমার ছেলে। আজ সোমবার সকালে বাঘাইছড়ি উপজেলার করল্যাছড়ি এলাকায় তার গোপন আস্তানা থেকে তাকে আটক করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বাঘাইছড়ি উপজেলার করল্যাছড়ি এলাকায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট’র (ইউপিডিএফ) আস্তানায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে নামে বাঘাইহাট জোনের কমান্ডারের নেতৃত্বে যৌথবাহিনীর একটি বিশেষ দল। এ সময় ইউপিডিএফ কর্মী রিমেল চাকমা অস্ত্রসহ ঘটনাস্থলে থেকেই আটক করা। পরে ওই আস্তানা তল্লাশি চালিয়ে একটি দেশীয় পিস্তল, ২টি পিস্তলের কার্তুজ, একটি চাকু, এক জোড়া ইউনিফরম, ৪টি চাঁদা আদায়ের রশিদ বই ও নগদ ২ লক্ষ ১৪ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর আটক রিমেলকে সাজেক থানায় হস্তান্তর করা যৌথবাহিনী।

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল আনোয়ার এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক রিমেনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ রয়েছে। সে এলাকায় দীর্ঘ দিন দলে ইউপিডিএফের হয়ে চাঁদা সংগ্রহের কাজ করতো। তার বিরুদ্ধে দু’টি মামলা করা হয়েছে।

অন্যদিকে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) প্রচার ও প্রকাশনা বিভাগ নিরন চাকমা স্বাক্ষরিত্ব গণমাধ্যমকে দেওয়া এক বিবৃতিতে সংগঠনটির রাঙামাটি জেলা ইউনিটের প্রধান সংগঠক শান্তিদেব চাকমা আটক রিমন চাকমাকে নিজেদের সদস্য স্বীকার করে তার মুক্তি দাবি করেন।

পূর্ববর্তি সংবাদআসনপ্রাপ্তি নিয়ে যা বললেন বিএনপি জোটের ইসলামি দলের ৩ নেতা
পরবর্তি সংবাদপ্রতিপক্ষের কাছে কৌশলে মার খেতে চায় না আওয়ামী লীগ : ওবায়দুল কাদের