ইসলাম টাইমস ডেস্ক : সোমালিয়ায় এক খ্রিস্টান যাজক নিজেকে নবী দাবি করার বিক্ষুব্ধ জনগণের হাতে নিহত হয়েছে। সোমালিয়ার মুডগ অঞ্চলে নিহত যাজক নিজেকে নবী দাবি করলে এলাকায় বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে এতে অভিযুক্ত যাজকসহ আরও ১১ জন নিহত হয়।
তবে এ ঘটনার সঙ্গে সশস্ত্র সংগঠন আল শাবাবের সম্পৃক্ততা রয়েছে বলে দাবি করেছে বার্তা সংস্থা রয়টার্স।
রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, আল-শাবাব হামলা চালিয়ে যাজকসহ তার ১০ জন অনুসারীকে হত্যা করেছে।
তবে বিক্ষুব্ধ জনগণ দাবি করে, এই খ্রিস্টান যাজক গত বছর থেকে নিজেকে নবী হিসেবে দাবি করে। যাতে আমাদের নবী মুহাম্মদ সা.-কে অপমান করা হয়েছে।
সোমালিয়ার মুডগ অঞ্চলের গভর্নর আবদি রশিদ হাসি বলেন, ওই যাজককে অনেকদিন থেকেই প্রাণনাশের হুমকি দেয়া হচ্ছিলো।
