ইসলাম টাইমস ডেস্ক: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের সামনের ডাস্টবিন থেকে ব্যাগে ভরা এক নবজাতকের মৃতদেহ পাওয়া গেছে।
সোমবার রাতে নূর আলম নামে এক কিশোর একটি কাপড়ের ব্যাগে ওড়না দিয়ে পেঁচানো অবস্থায় নবজাতক কন্যা শিশুটিকে পেয়ে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়।
পুলিশ ফাঁড়ির এএসআই আব্দুল খান জানান, রাত ৮টার দিকে নূর আলম শিশুটিকে নিয়ে হাসপাতালে যায়।
কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করে শিশুটিকে মৃত ঘোষণা করেন। শিশুটির লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
