দুই মাস আগে বাবা, আজ মাকেও হারালেন মুফতি ফয়জুল্লাহ

আজ  মঙ্গলবার (২৭ নভেম্বর) দুপুর ১২ টা ৪৬ মিনিটে জোহরের আজানের সময় বিশিষ্ট আলেম রাজনীতিবিদ, লালবাগ মাদরাসার মুহাদ্দিস ও ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি ফয়জুল্লাহ-এর মা মর্তুজা বেগম ইন্তকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মুফতি ফয়জুল্লাহর বাবা মুহাম্মদ আনোয়ার গত ১৪ সেপ্টেম্বর ইন্তেকাল করেন। দুই মাস যেতে না যেতেই তিনি তার মাকেও হারালেন।

ইন্তেকালের সময় মরহুমার বয়স হয়েছিল ৭৫ বছর। বার্ধক্যজনিত ব্যাধির দরুণ বেশ কিছুদিন ধরে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। তিনি তিন ছেলে ও এক মেয়ের জননী।

মায়ের স্মৃতিচারণ করতে গিয়ে মুফতি ফয়জুল্লাহ কান্নাজড়িত কণ্ঠে বলেন, আপনারা আমার মায়ের জন্য দোয়া করবেন। তিনি ছিলেন অত্যন্ত ইবাদত-গুজার মহিলা। গভীর রাতে ও দিনের বেলায় অবসরে নিরিবিলি পরিবেশে আল্লাহর দরবারে কান্নাকাটি করতেন। আমার জীবনে তাঁর ভূমিকা অনেক বড়…।

মরহুমার গ্রামের বাড়ি চট্টগ্রামের রাঙ্গুনিয়ার স্থানীয় এক কওমি মাদরাসার পরিচালক জানান, মরহুমা মানুষের সেবা, দানশীলতা ও মেহমানদারিতে প্রসিদ্ধ ছিলেন। আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের সাথে তাঁর গভীর সম্পর্ক ছিল। এলাকার মহিলারা সকল ধর্মীয় ও সামাজিক প্রয়োজনে তাঁর কাছে হাজির হতেন।

মরহুমার জানাজা আজ রাত ১০ টায় গ্রামের বাড়ি চট্টগ্রামের রাঙ্গুনিয়ার সরফভাটায় অনুষ্ঠিত হবে।

পূর্ববর্তি সংবাদজাতীয় পার্টির ৪৫ আসনে প্রার্থী যারা
পরবর্তি সংবাদফখরুলের কান্না নিয়ে রসিকতা করলেন ওবায়দুল কাদের!