‘নিখোঁজ’ বিএনপির আরেক মনোনয়ন প্রত্যাশী

ইসলাম টাইমস ডেস্ক : পাবনার ঈশ্বরদী পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু নিখোঁজ হয়েছেন বলে অভিযোগ করছেন তার পরিবারের সদস্যরা। তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৪ (ঈশ্বরদী- আটঘড়িয়া) থেকে এমপি পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন। কিন্তু মনোনয়ন পাননি।

গতকাল সোমবার দুপুরের পর থেকে তিনি নিখোঁজ বলে জানিয়েছেন পিন্টুর ছোট ভাই ঈশ্বরদী পৌর যুবদলের সাধারণ সম্পাদক জাকির হোসেন জুয়েল।

জাকারিয়া পিন্টু একাদশ সংসদ নির্বাচনে পাবনা-৪ (ঈশ্বরদী- আটঘড়িয়া) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন। ঢাকার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম জমা দিয়ে দলের মনোনয়ন বোর্ডে সাক্ষাৎকারও দিয়েছিলেন; কিন্তু মনোনয়ন পাননি।

এখানে মনোনয়ন পেয়েছেন হাবিবুর রহমান হাবিব ও সিরাজুল ইসলাম।

যশোরের মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতা আবু বকর আবুর নিখোঁজ ও লাশ পাওয়ার ঘটনার কয়েকদিনের মধ্যে এমন আরেকটি ঘটনার আশঙ্কায় উদ্বিগ্ন রয়েছেন পিন্টুর পরিবারের সদস্যরা।

জাকির হোসেন বলেন, ‘ঢাকার মিরপুরের মনিপুর এলাকায় সপরিবারে ভাড়া বাড়িতে থাকেন পিন্টু। বাসা থেকে সোমবার দুপুর ২টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে যাওয়ার কথা বলে বের হন। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।’

তিনি আরও বলেন, ‘পরিবারের পক্ষ থেকে পুলিশ, র‌্যাব ও ডিবি অফিসে সন্ধান করা হয়েছে। তারা পিন্টুকে আটকের বিষয়ে তথ্য দিতে পারেনি; কিন্তু কোথাও তাকে আমরা খুঁজে পাচ্ছি না।’

পূর্ববর্তি সংবাদএরশাদ আবার হাসপাতালে ভর্তি
পরবর্তি সংবাদ‘বিএনপি বলেছে আরও আসন দিবে’