ইসলাম টাইমস ডেস্ক : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কান্না নিয়ে রসিক করলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, মির্জা ফখরুল কেঁদে প্রমাণ করলেন, সারা দেশের জনগণ তাদের সঙ্গে নেই। এ জন্য তিনি কেঁদে বুক ভাসিয়েছেন।
মঙ্গলবার সকালে তার নির্বাচনী এলাকা নোয়াখালী-৫ আসনের সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিলের পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, নির্বাচন চাইলে বিএনপি এ মুহূর্তে সিইসির পদত্যাগ চাইত না। তারা নির্বাচন বানচাল করতে চায়। আমি স্পষ্ট করে বলতে চাই-জনবিচ্ছিন্ন দলছুট নেতারা যতই বিএনপির সঙ্গে হাত মেলাচ্ছে, ততই বিএনপি আরও জনসমর্থন হারিয়ে ফেলছে।
এসম তিনি সরকারি কোনো সুযোগ সুবিধা গ্রহণ করছেন বলে দাবি করেন। তিনি ‘আমি আসার পর সরকারি কোনো ডাকবাংলোও ব্যবহার করিনি। সরকারি কোনো সুযোগ-সুবিধা নিচ্ছি না। আমি যে পতাকা ছাড়া এসেছি, এটিই লেভেল প্লেয়িং ফিল্ড।’
ব্যারিস্টার মওদুদ আহমদকে উদ্দেশ করে ওবায়দুল কাদের বলেন, লেভেল প্লেয়িং ফিল্ডে যে সমতল ভূমি তারা চান, তারা কি আচরণবিধি মেনে চলছেন? তার পরও ভাঙা হাড় জমেনি। ব্যারিস্টার মওদুদ আহমদ চেষ্টা করেও কোম্পানীগঞ্জ ও কবিরহাট উপজেলা মিলে ১০ হাজার লোক সমাগম করতে পারেনি।
এ সময় উপস্থিত ছিলেন ফেনী-২ আসনের এমপি নিজামউদ্দিন হাজারী, ফেনী-৩ আসনের মহাজোটের প্রার্থী সাবেক সেনা কর্মকর্তা লে. জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী, নোয়াখালী জেলা আওয়ামী লীগের সহসভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ শাহাব উদ্দিন, বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা প্রমুখ।
উল্লেখ্য, গতকাল দলীয় প্রার্থীদের মাঝে মনোনয়নপত্র বিতরণের সময় দলের চেয়ারপার্সন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অনুপস্থিতির কথা স্মরণ করে কান্না করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
