বিজেপির কাজ হলো ধর্মকে ব্যবহার করা : মমতা

ইসলাম টাইমস ডেস্ক : ভারতীয় ক্ষমতাসীন দল বিজেপির কড়া সমালোচনা করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, বিজেপির কাজ হলো ধর্মকে ব্যবহার করা। ধর্মের নাম করে তারা ভোট পেতে চায়।

সোমবার (২৬ নভেম্বর) পশ্চিমবঙ্গের জঙ্গলমহল অঞ্চলে এক সরকারী সভায় এসব কথা বলেন।

মমতা অভিযোগ করেন, ভোটের আগে বিজেপি টাকা ছড়াবে। তবে তিনি বলেন, টাকা নিন তবে ভোট তাদের দিবেন না।

তিনি বলেন, ওদের বিশ্বাস করবেন না ওরা দেবতাকে বিক্রি করে খায়।

পূর্ববর্তি সংবাদআফগানিস্তানে সামরিক বিমান হামলা : নিহত ১২
পরবর্তি সংবাদপাকিস্তান অন্যের জন্য আর যুদ্ধে জড়াবে না : ইমরান খান