হেফাজত ইসলামকে থামাতে মার্কিন কংগ্রেসের আহবান!

ইসলাম টাইমস : হেফাজতে ইসলাম বাংলাদেশকে মৌলবাদী দল হিসেবে আখ্যা দিয়ে আগামী নির্বাচনে তাকে প্রতিহত করার আহবান জানিয়েছে মার্কিন কংগ্রেস। কংগ্রেসের এক রেজুলেশনে হেফাজতে ইসলামকে বাংলাদেশের গণতন্ত্র, স্থিতিশীলতা ও ধর্মনিরপেক্ষতার জন্য হুমকি হিসেবে উল্লেখ করা হয়।

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে রেজুলেশনটি উত্থাপন করেন কংগ্রেসম্যান জিম ব্যাঙ্কস। এতে তিনি সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা এবং শান্তিপূর্ণ নির্বাচনের জন্য সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে নির্বাচন কমিশনের অনুরোধে সাড়া দিতে সরকারের প্রতি আহবান জানান। খবর বাংলা ট্রিবিউনের।

রেজুলেশনে আরও বলা হয়, ধর্মীয় সংখ্যালঘুদের ওপর পুনরাবৃত্তিমূলক হামলা, ধর্মীয় অসহিষ্ণুতা বৃদ্ধি এবং মৌলবাদী গোষ্ঠীগুলোর দ্বারা সৃষ্ট ক্রমবর্ধমান অস্থিতিশীলতা বাংলাদেশে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ও কৌশলগত স্বার্থ ক্ষুণ্ন করে।

মার্কিন পররাষ্ট্র দফতর এবং যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডি’র প্রতি আহবান জানানো হয়েছে, তারাও যেন হেফাজতে ইসলামের সঙ্গে সংশ্লিষ্ট সব অংশীদারিত্ব ও অর্থায়ন বন্ধ করে।

রেজুলেশনে উগ্রপন্থা ও ধর্মীয় সংখ্যালঘুদের উপর হামলার জন্য হেফাজতে ইসলামের সাথে সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), জামায়াত-ই-ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরকেও দোষারোপ করা হয়।

এই রেজুলেশনটি যুক্তরাষ্ট্রের হাউস কমিটি অন ফরেন অ্যাফেয়ার্সে পাঠানো হয়েছে।

আরও পড়ুন : ‘যাদের সামনে সেদিন হত্যাযজ্ঞ হয়েছিলো তাদের অনেকেই মঞ্চে ছিলেন, কিন্তু কোনো প্রতিবাদ হয়নি’ -আজিজুল হক ইসলামাবাদী

পূর্ববর্তি সংবাদনির্বাচন করতে পারবেন না বিএনপির ৫ কেন্দ্রীয় নেতা
পরবর্তি সংবাদজাতীয় পার্টির ৪৫ আসনে প্রার্থী যারা