‘আমি আবারও বলছি, আমার বাবাকে ভোট দেবেন না’

ইসলাম টাইমস ডেস্ক : বাবা বিএনপির মনোনয়নে নির্বাচন করবেন তাই আওয়ামী নেতা ছেলে বাবাকে ভোট না দেয়ার আহবান জানিয়েছেন। চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে বিএনপির মনোনয়ন পাওয়া মনিরুল ইসলাম ইউসুফকে ভোট না দেয়ার আহবান জানিয়েছেন তার ছেলে নিয়াজ মোর্শেদ এলিট।

মঙ্গলবার রাতে নিজের ফেসবুক পেজে দেয়া এক ভিডিও পোস্টে তিনি এ আহবান জানান।

এলিট বলেন, ‘আমার বাবা মনিরুল ইসলাম ইউসুফ আগামী নির্বাচনে চট্টগ্রাম-১ আসন থেকে বিএনপি-জামায়াত জোটের মনোনয়ন পেয়েছেন। আমি একমাত্র ছেলে হিসেবে আপনাদের বলছি- আমার বাবাকে আপনারা ভোট দেবেন না। আমি আবারও বলছি- আপনারা আমার বাবাকে ভোট দেবেন না।’

কারণ হিসেবে এলিট বলেন, ‘আমাদের পুরো পরিবার ও আমার বাবা একজন মুক্তিযোদ্ধা। আমরা বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে এ জীবনটি পার করেছি।’

প্রসঙ্গত, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিয়াজ মোর্শেদ এলিট আওয়ামী লীগের হয়ে মনোনয়নপ্রত্যাশী ছিলেন।

পূর্ববর্তি সংবাদবিএনপির নির্বাচন করা নিয়ে এখনও সংশয়ে নৌমন্ত্রী শাহজাহান খান!
পরবর্তি সংবাদমাঠ দখলের অভিযোগ : যা বললেন তাবলিগি আলেম ও সাথীরা