ইসলাম টাইমস : ফেনী-১ আসনের বর্তমান এমপি ও জাসদ নেত্রী শিরীন আখতারকে অবাঞ্ছিত ঘোষণা করেছে স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীরা। তারা এই কমিউনিস্ট নেত্রীর মনোনয়ন বাতিলের দাবিতে আজও বিক্ষোভ অব্যাহত রেখেছে।
গতকাল একাদশ সংসদ নির্বাচনে ফেনী-১ (পরশুরাম-ফুলগাজী-ছাগলনাইয়া) আসনের আওয়ামী লীগ নেতাকর্মীরা মহাজোট প্রার্থী জাসদের শিরীন আখতারকে অবাঞ্ছিত ঘোষণা করে এবং সকাল থেকে চার ঘণ্টা ফেনী-পরশুরাম-ছাগলনাইয়া সড়ক অবরোধ করে রাখে। আজও তা অব্যাহত রয়েছে।
নেতাকর্মীরা শিরীন আখতারের মনোনয়ন বাতিল করে প্রধানমন্ত্রীর সাবেক প্রটোকল কর্মকর্তা আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমকে মনোনয়ন দেওয়ার দাবি জানান।
অবরোধ কর্মসূচির মধ্যেই বিভিন্ন এলাকায় পথসভায় বক্তব্য দেন ফেনী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র নিজাম উদ্দিন চৌধুরী সাজেল, জেলা আওয়ামী লীগের সহসভাপতি খায়রুল বশর তপন, পরশুরাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন মজুমদার, উপজেলা যুবলীগের সভাপতি ইয়াসিন শরীফ, ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের সভাপতি জামাল উদ্দিন, উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবদুল আলীম, ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান মেজবাহ উল হায়দার চৌধুরী, ছাগলনাইয়া পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র মোহাম্মদ মোস্তফা, মহামায়া ইউপি চেয়ারম্যান গরীব শাহ হোসেন বাদশা প্রমুখ।
বক্তারা বলেন, গত নির্বাচনে মহাজোট থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি নির্বাচিত হন জাসদ (ইনু) সাধারণ সম্পাদক শিরীন আখতার। এ পাঁচ বছর তিনি আওয়ামী লীগে নেতাকর্মীদের কোনো খোঁজখবর রাখেননি। এ অঞ্চলের উন্নয়নে কোনো ভূমিকা রাখেননি। সে কারণে তৃণমূলের নেতাকর্মীরা চায় জাসদ নয়, এ আসনেই আওয়ামী লীগের প্রার্থীকেই মনোনয়ন দেওয়া হোক। আর এর জন্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমই যোগ্য।
