কাশ্মীরের স্বাধীনতাকামীদের সঙ্গে নরওয়ের সাবেক প্রধানমন্ত্রীর বৈঠক

ইসলাম টাইমস ডেস্ক : ভারতশাসিত কাশ্মীরে শান্তি প্রতিষ্ঠায় স্বাধীনতাকামী নেতাদের সঙ্গে আকস্মিক বৈঠক করেছেন নরওয়ের সাবেক প্রধানমন্ত্রী কুজিয়ল মানগে বন্ডেভিক।

কাশ্মীরের রাজধানী শ্রীনগরে ২৩ নভেম্বর সায়িদ আলী শাহ গিলানির বাসভবনে স্বাধীনতাকামী নেতাদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন তিনি। খবর আলজাজিরার।

পরে পাকিস্তানশাসিত কাশ্মীরেও বিভিন্ন পক্ষের সঙ্গে বৈঠক করেছেন দীর্ঘদিন নরওয়ের প্রধানমন্ত্রী থাকা বন্ডেভিক।

এর আগে শ্রীলংকায় গৃহযুদ্ধের সময় সরকার ও তামিল যোদ্ধাদের মধ্যকার আলোচনায় মধ্যস্থতা করেছেন বন্ডেভিক।

তবে দিল্লির নরওয়ে দূতাবাস দেশটির সাবেক প্রধানমন্ত্রীর বিরোধপূর্ণ কাশ্মীর সফরের বিষয়ে কিছু জানা নেই বলে জানিয়েছে।

নরওয়ের সাবেক প্রধানমন্ত্রী কুজিয়ল মানগে বন্ডেভিক নরওয়েভিত্তিক ওসলো সেন্টারের নির্বাহী চেয়ার হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রতিষ্ঠানটি ‘শান্তি ও মানবাধিকার সমুন্নত রাখায়’ কাজ করে থাকে।

সম্প্রতি কাশ্মীরের স্বাধীনতাকামীদের বিরুদ্ধে অভিযান জোরালো করেছে ভারত। গত এক দশকের মধ্যে চলতি বছরেই সেখানে সর্বোচ্চসংখ্যক স্বাধীনতাকামী নিহত হয়েছেন।

এমন প্রেক্ষাপটে শুক্রবার শ্রীনগরে নরওয়ের সাবেক প্রধানমন্ত্রী কুজিয়ল মানগে বন্ডেভিক কাশ্মীরের স্বাধীনতাকামী নেতা সায়িদ আলী শাহ গিলানি ও মিরওয়াইজ ওমর ফারুকের সঙ্গে বৈঠক করেন।

পূর্ববর্তি সংবাদক্ষমতা হারালে কেউ রেহাই পাবেন না বাছাধন : আনিসুল হক
পরবর্তি সংবাদকুমিল্লার কাভার্ড ভ্যান পোড়ানোর মামলায় জামিন পেলেন খালেদা জিয়া