দুর্নীতি মামলায় বিএনপি নেতা খোকাসহ ৪ জনকে ১০ বছর জেল

ইসলাম টাইমস ডেস্ক : অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকাসহ চারজনকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। তাদেরকে রাজধানীর বনানী সুপার মার্কেটের কার পার্কিং ইজারা নিয়ে দুর্নীতির দায়ে এ দণ্ড দিয়েছে আদালত।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) এই মামলাটি দায়ের করে।

আজ বুধবার ঢাকার বিভাগীয় স্পেশাল জজ মিজানুর রহমান খান এ রায় ঘোষণা করেন।

সাজা পাওয়া অপর তিনজন হলেন— ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) ইউনিক কমপ্লেক্স দোকান মালিক সমিতির সভাপতি আবদুল বাতেন নকী, সাধারণ সম্পাদক মাহমুদ হাসান আজাদ ও গুডলাক কার পার্কিংয়ের ব্যবস্থাপক এইচ এম তারেক আতিক।

বিএনপির হেভিওয়েট এই নেতা ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসার জন্য দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।

পূর্ববর্তি সংবাদযে কারণে মনোনয়ন পেলেন না মুফতি রুহুল আমীন
পরবর্তি সংবাদবিএনপির নির্বাচন করা নিয়ে এখনও সংশয়ে নৌমন্ত্রী শাহজাহান খান!