নির্বাচন কমিশনের সব প্রস্তুতি প্রশ্নসাপেক্ষ : রিজভী

ইসলাম টাইমস ডেস্ক : আবারও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, আগামী নির্বাচন অবাধ ও সুষ্ঠুর অভিমুখী হওয়ার কোনও লক্ষণ দেখা যাচ্ছে না। নির্বাচন কমিশনের সব প্রস্তুতি প্রশ্নসাপেক্ষ।’

বুধবার (২৮ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

এ সময় রিজভী অ্যাটর্নি জেনারেলের মন্তব্যে ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আপনি তো আওয়ামী লীগের নেতা। আসন্ন সংসদ নির্বাচনে নৌকা মার্কার মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। আপনি কীভাবে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা থাকেন?’

‘আমরা সুস্পষ্টভাবে বলতে চাই— খালেদা জিয়া নির্বাচন করতে অবশ্যই পারবেন। এ বিষয়ে আইনে কোনও বাধা নেই বলেও উল্লেখ করেন রিজভী।

পূর্ববর্তি সংবাদশেষ দিনে মনোনয়নপত্র জমা দিচ্ছেন প্রার্থীরা
পরবর্তি সংবাদযে কারণে মনোনয়ন পেলেন না মুফতি রুহুল আমীন