নির্বাচন নিয়ে ইউরোপীয় ইউনিয়ন সন্তুষ্ট তাই পর্যবেক্ষক পাঠানো প্রয়োজন মনে করছে না : এইচ টি ইমাম

ইসলাম টাইমস ডেস্ক : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মার্কিন যুক্তরাষ্ট্র পর্যবেক্ষক দল পাঠাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম।

অন্যদিকে নির্বাচনী পরিবেশে সন্তুষ্ট হয়ে ইউরোপীয় ইউনিয়ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর দরকার মনে করছে না বলে দাবি করেছেন তিনি।

তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র থেকে অনেক পর্যবেক্ষক আসবেন। আমরা বলেছি পর্যবেক্ষকরা যেখানে যাবেন তাদের নিরাপত্তা বিধান করা আমাদের দায়িত্ব। আমরা তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য তালিকা চেয়েছি। তারা আগে থেকে তালিকা দিয়ে জানাবেন, কোথায় কি কি কাজ করবেন।’

বুধবার (২৮ নভেম্বর) ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে আলাপ শেষে তিনি এ কথা জানান।

তিনি আরও বলেন, ‘মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে আমাদের বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। ব্যক্তিগতভাবে আমাদের সঙ্গে সব দেশের রাষ্ট্রদূতের সঙ্গে যোগাযোগ আছে। কিন্তু আমরা সব প্রচার করা জরুরি মনে করি না।’

এইচটি ইমাম দাবি করেন, নির্বাচনের জন্য আদর্শ পরিবেশ বিরাজ করায় ইউরোপীয় ইউনিয়ন পর্যবেক্ষক পাঠানোর দরকার মনে করছে না।

তিনি এ সময় বলেন, ‘একটা জিনিস আমরা বলে দিয়েছি পর্যববেক্ষক যারা আসবে তাদের অবশ্যই নির্বাচন কমিশনে নিবন্ধিত হতে হবে। নির্বাচন কমিশনের কোড অব কন্ডাক্ট আছে দেশি এবিং বিদেশিদের জন্য। সেটা তাদেরকে জানিয়েছি।

এ সময় আরও উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মশিউর রহমান, আওয়ামী লীগের উপ দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রমুখ।

পূর্ববর্তি সংবাদনদীর বুকে সেই চাঁদের রাত
পরবর্তি সংবাদনির্বাচনে অংশ গ্রহণ আমাদের আন্দোলনের একটি অংশ : ফখরুল