ফেনীতে ট্রেনের ধাক্কায় শিশুসহ নিহত ৪ 

ইসলাম টাইমস ডেস্ক : ফেনীর শশর্দীতে ট্রেনের ধাক্কায় শিশুসহ বাসের ৪ জন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। বুধবার সন্ধ্যা ৭টার দিকে শশর্দীর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, আবুল বশর (৫৫), মো. দোলন (৩২), মনসুর আহমদ (২৬) এবং এছাড়াও এক শিশু নিহত হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

আহতরা হলেন, মাসুম (২৫), মো. দুলাল (৪০), বাসচালক মনির (৪৪), চালকের সহকারী আবদুর রহিম (২২)। অপরজনের নাম জানা যায়নি। এদের মধ্যে বাসচালক মনিরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা ফেনী সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, সন্ধ্যায় দাগনভূঞার সিন্দুরপুর ইউনিয়নের কৈখালী থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি বাস ফেনী সদরের শর্শদীবাজার সংলগ্ন রেলক্রসিং পার হচ্ছিল। এসময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী ময়মনসিংহ এক্সপ্রেস ট্রেনটি রেলগেট অতিক্রমের সময় বাসের সঙ্গে ধাক্কা লাগে। এতে বাসটি সড়কের পাশে ছিটকে পড়ে দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই শিশুসহ ৪ জন নিহত এবং পাঁচজন আহত হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় হতাহতদের উদ্ধার করে। পরে আহতদের আধুনিক ফেনী সদর হাসপাতালে পাঠানো হয়।

ফেনী রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক হারুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

পূর্ববর্তি সংবাদখেলাফত আন্দোলনের মনোনয়ন দাখিল করেছেন ২৭ জন 
পরবর্তি সংবাদক্ষমতা হারালে কেউ রেহাই পাবেন না বাছাধন : আনিসুল হক