ইসলাম টাইমস ডেস্ক : বরিশাল-৪ (হিজলা-মেহেন্দীগঞ্জ) আসনে দলীয় প্রার্থীর মনোনয়নপত্র জমা দিতে যাওয়ার পথে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ হামলায় শ্রমিকদল ও যুবদলের তিন নেতা আহত হয়েছেন। আহতদের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (২৮ নভেম্বর) দুপুরে এ হামলার ঘটনা ঘটে।
আহতরা হলেন- উপজেলা শ্রমিকদলের সভাপতি হাসান আলী, পৌর শ্রমিকদলের সভাপতি মনির সওদাগর ও যুবদল নেতা মো. হাসেম।
বরিশাল-৪ আসনে বিএনপির প্রার্থী সাবেক এমপি মেজবাহ উদ্দিন ফরহাদ বলেন, মনোনয়নপত্র জমা দেয়ার আগে আমার বাসায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাত শেষে নেতাকর্মীরা ইউএনও অফিসের উদ্দেশ্যে রওনা হন। কিছুদূর যাওয়ার পর আওয়ামী লীগের নেতাকর্মীরা আমার নেতাকর্মীর ওপর হামলা চালায়। হামলায় আমার তিন নেতা গুরুতর আহত হন। আহতদের বরিশাল মেডিকেলে পাঠানো হয়েছে। বিষয়টি তাৎক্ষণিক মেহেন্দীগঞ্জ থানা পুলিশের ওসি শাহিন খানকে জানালেও কোনো ব্যবস্থা বা পুলিশ পাঠাননি তিনি। এভাবে হলে আমরা নির্বাচন করব কীভাবে?
তবে বিষয়টি অস্বীকার করে মেহেন্দীগঞ্জ থানা পুলিশের ওসি শাহিন খান বলেন, মারামারির খবর পেয়ে পুলিশ পাঠানো হলেও হামলাকারীদের কাউকে পাওয়া যায়নি। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। হামলা চালিয়ে ওরা পালিয়ে গেছে।
