ইসলাম টাইমস : দেশের অন্যতম বিরোধী দল বিএনপির নির্বাচন নিয়ে এখনও সংশয়ে আছেন নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান। তিনি বলেন, ‘বিএনপি আদৌ নির্বাচনে আসবে কি না, এটা নিয়ে সন্দেহ রয়েছে। একাধিক প্রার্থীকে দল থেকে মনোনয়ন দেওয়া হয়েছে, এতে বোঝা যায় তাদের কোনো রাজনৈতিক আদর্শ নেই। ‘
আজ বুধবার সকাল ১০ টায় মাদারীপুর জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী।
মন্ত্রী এ সময় জাতীয় ঐক্যফ্রন্ট বিষয়ে বলেন, বিএনপি ড. কামালকে নিয়ে যে ঐক্যফ্রন্ট করেছে, তাদের ভবিষ্যৎও আমি মনে করি অন্ধকার। ঐক্যফ্রন্ট দেশ ও জাতির জন্য কল্যাণ বয়ে আনা তো দূরের কথা, তাদের আমাদের উন্নয়নের ধারাবাহিকতাকে কিছুক্ষণের জন্য থামিয়ে রাখার চেষ্টা।’
সকাল ১০টার দিকে মাদারীপুর-২ (একাংশ সদর ও রাজৈর) আসন থেকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. ওয়াহিদুল ইসলামের কাছে মনোনয়ন ফরম জমা দেন।
অবশ্য এ সময় তিনি কর্মীদের নির্বাচনী আচরণ বিধি মেনে চলার নির্দেশ দেন।
