মন্দিরের সামনে দিয়ে পিরিয়ড চলাকালে ছাত্রীদের স্কুলে যাওয়া নিষেধ!

মন্দির। ছবি : প্রতীকী

ইসলাম টাইমস ডেস্ক : স্কুল যাওয়ার পথে মন্দির পড়ায় পিরিয়ডের সময় ক্লাসে যেতে পারে না ছাত্রীরা। মন্দিরের ‘পবিত্রতা’ রক্ষায় বহু বছর ধরে ভারতের উত্তরখণ্ডে চলছে এ নিয়ম। খবর টাইমস অব ইন্ডিয়ার।

জানা যায়, উত্তরাখণ্ডের পিথোরগড়ের রউতগারা গ্রামের ওই স্কুলে যাওয়ার পথে পড়ে একটা মন্দির। মন্দিরের হিন্দুদের ধারণা, পিরিয়ড চলা অবস্থায় সেই পথ দিয়ে মেয়েরা স্কুলে গেলে গোটা এলাকা অপবিত্র হয়ে যাবে। এই বিশ্বাসে বছরের পর বছর পিরিয়ড চলাকালীন ৫ দিন মেয়েদের স্কুলে পাঠান না বাবা-মা।

দীর্ঘদিন ধরে এই নিয়ম চলে আসছে সেখানে । এমন আজব নিয়মে পড়াশোনায় ঘাটতি হয়ে যাওয়ায় অনেক মেয়েই কাছের কোনও এলাকায় বা শহরে থেকে সেখানকার স্কুলে পড়তে বাধ্য হচ্ছে।

সম্প্রতি ওই এলাকা পরিদর্শনে গিয়ে বিষয়টি জনসমক্ষে আনেন স্বেচ্ছাসেবী সংস্থা উত্তরাখণ্ড মহিলা মঞ্চ। সংস্থার প্রতিনিধি উমা ভাট জানিয়েছেন, ‘স্থানীয় চামু দেবতার মন্দির পড়ে স্কুলের পথে। শিক্ষকরা বোঝালেও বাবা-মায়েরা সমাজপতিদের হুমকির ভয়ে পিরিয়ড চলাকালীন মেয়েদের স্কুলে পাঠান না।’

পূর্ববর্তি সংবাদমাঠ দখলের অভিযোগ : যা বললেন তাবলিগি আলেম ও সাথীরা
পরবর্তি সংবাদচীনে রাসায়নিক কারখানায় বিস্ফোরণ : নিহত ২২