ইসলাম টাইমস ডেস্ক: ভারতের গুরুদাসপুর জেলার ডেরা বাবা নানকের সঙ্গে পাকিস্তানের নারোয়ালে গুরুদ্বার কর্তারপুর সাহিবকে যুক্ত করবে চার কিলোমিটার লম্বা করিডর। এই করিডর দিয়ে ভারতের শিখ সম্প্রদায়ের মানুষ ভিসা ছাড়াই কর্তারপুর সাহিবে যেতে পারবেন।
পাশাপাশি শিখ তীর্থযাত্রীদের জন্য কর্তারপুরে রেল স্টেশন এবং থাকা-খাওয়ার জন্যে হোটেল তৈরিরও জমি দেবে পাক সরকার।
রেলের ফেডারেল মন্ত্রী শেখ রশিদ আহমেদ সাংবাদিকদের জানিয়েছেন, কর্তারপুর, নানকানা সাহিব এবং নারোয়ালে হোটেল নির্মাণের জন্য শিখ সংগঠনগুলিকে জমি দেবে সরকার।
রশিদ আহমেদ বলেছেন, পাকিস্তান রেলওয়েজের তরফে কর্তারপুর ও নানকানা সাহিবে ১০ একর করে এবং নারোয়ালে পাঁচ একর জমি দেওয়া হচ্ছে শিখ সংগঠনগুলিকে। শিখ সম্প্রদায়ের মানুষের জন্য সেখানে পাঁচতারা হোটেল তৈরি করা হবে। শিখ তীর্থযাত্রীদের সুবিধার্থে নানকানা সাহিব এবং কর্তারপুরের মধ্যে ট্রেন চলাচল করবে।
প্রসঙ্গত, শিখ গুরু নানক ১৫২২ সালে পাঞ্জাবের গুরুদাসপুর জেলায় ইরাবতী নদীর তীরে কর্তারপুর সাহিব গুরুদ্বারটি প্রতিষ্ঠা করেন। ১৮ বছরেরও বেশি সময় নানক এখানে ছিলেন। শেষ জীবনটা তিনি এখানেই কাটান বলে শোনা যায়। শিখ সম্প্রদায়ের কাছে তাই এই গুরুদ্বার অত্যন্ত পবিত্র ধর্মস্থান। শিখদের দীর্ঘদিনের দাবি, পাকিস্তান এই গুরুদ্বারে যাওয়ার করিডর খুলে দিক।
সোমবার ভারতের দিকে ডেরা বাবা নানক-কর্তারপুর সাহিব করিডরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ভারতের উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু এবং পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং।
একই ভাবে পাকিস্তানের দিকে কর্তারপুর সাহিবে একটি অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে ২৮ নভেম্বর। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
সেই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য পাঞ্জাবের মন্ত্রী তথা প্রাক্তন ক্রিকেটার নভজ্যোৎ সিং সিধুকে আমন্ত্রণ জানিয়েছে পাকিস্তান। সেই আমন্ত্রণে সাড়া দিয়ে্ ইতিমধ্যে নভজ্যোৎ সিং গতকাল (২৭ নভেম্বর ) পাকিস্তানে পৌঁছান।
সূত্র: বর্তমান, ডন
