‘সংসদ নির্বাচনে বিজেপির কৌশল অবলম্বন করছে আওয়ামী লীগ’

ইসলাম টাইমস ডেস্ক : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ ভারতের বিজেপিসহ ভারতীয় রাজনৈতিক দলের কৌশল অবলম্বন করছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কথা থেকে তেমনই আভাস পাওয়া গেলো।

এমন কৌশলের কারণেই আওয়ামী লীগের হেভিওয়েট কয়েকজন নেতাকে নির্বাচনের বাইরে রাখা হয়েছে। তারা হলেন, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান ও জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক বাহাউদ্দিন নাছিম, আহম্মদ হোসেন, বি এম মোজাম্মেল হক।

ওবায়দুল কাদের বলেন, ‘এবার আমাদের নেত্রী সিদ্ধান্ত নিয়ে ভারতের বিজেপিসহ অনেক রাজনৈতিক দলের মতো নেতাদের নির্বাচনের বাইরে রেখেছেন।’

তিনি আরও বলেন, ‘গণতান্ত্রিক রাজনীতিতে সবাই নির্বাচন করে না। ভারতের অনেকেই কিন্তু দলকে সহযোগিতা করার জন্য নির্বাচনে অংশগ্রহণ করেন না।’

দলের এসব নেতারা নির্বাচনে অংশ না নিলেও নির্বাচন পরিচালনায় সহযোগিতা করবেন বলে জানান তিনি।

পূর্ববর্তি সংবাদসংসদের ৩০০ আসনে ৩০৫৬ মনোনয়ন দাখিল
পরবর্তি সংবাদবড় জোটে ইসলামি দলগুলোর কেন এই অবমূল্যায়ন?