আফগানিস্তানে মার্কিন বিমান হামলায় নিহত ৩০

afgan

ইসলাম টাইমস ডেস্ক : মার্কিন বিমান বাহিনীর হামলায় আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে নারী ও শিশুসহ অন্তত ৩০ বেসামরিক লোক নিহত হয়েছেন।

তালেবানদের ঘাঁটি সন্দেহে স্থানীয় সময় গতকাল বুধবার (২৮ নভেম্বর) হেলমান্দের গারমসির জেলার একটি স্থাপনায় এ হামলা চালানো হয়।

এদিকে, আফগানিস্তানের রাজধানী কাবুলে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কমপক্ষে ১৯ জন।

স্থানীয় সময় বুধবার রাতে এ হামলা চালানো হয়। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ খবর দিয়েছে আল-জাজিরা।

যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো জানিয়েছে, দক্ষিণাঞ্চলে তালেবানদের লক্ষ্য করে হামলা চালানো হলেও সেখানে বেসামরিক লোকদের উপস্থিতি সম্পর্কে তাদের জানা ছিল না।

হেলমান্দ প্রদেশের গভর্নর মোহাম্মাদ ইয়াসিন বলেন, গারমসিরতে তালেবানদের বিরুদ্ধে হামলা চালানোর জন্য ন্যাটো জোটকে বলা হয়েছিল।

সেখানকার স্থানীয় বাসিন্দারা জানান, এলাকাটি তালেবান নিয়ন্ত্রিত হলেও পশ্চিমা বিমান হামলার সময় ওই এলাকায় কোনো তালেবান সদস্য ছিল না।

পূর্ববর্তি সংবাদএকটি অডিও ক্লিপ ও ইসলাম টাইমসের প্রতিবাদ
পরবর্তি সংবাদবিএনপির মনোনীত প্রার্থী মাগুরা-১ আসনের মনোয়ার জেলহাজতে