আমরা একা একা নির্বাচন করতে চাই না : ওবায়দুল কাদের

ইসলাম টাইমস ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘আমরা প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন চাই। আমরা একা একা নির্বাচন করতে চাই না। বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্ট যদি নির্বাচনে না এসে বলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচনে জয়ী হয়ে গেছে, তাহলে হবে না।’

বৃহস্পতিবার দুপুরে ধানমন্ডিতে দলীয় সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির ভেতরে জগাখিচুড়ি অবস্থা বিরাজ করছে। সব নেতা এখন মির্জা ফখরুলের কন্ট্রোলের (নিয়ন্ত্রণের) বাইরে। এ ছাড়া ঐক্যফ্রন্টও এখন ঐক্যবদ্ধ নয়।

এ সময় বিএনপি নেতারা নিজেদের কারণে মনোনয়ন জমা দিতে পারেননি বলে মন্তব্য করেন তিনি।

পূর্ববর্তি সংবাদকোনো যুদ্ধাপরাধী বিএনপির ধানের শীষ পাবে না : নজরুল ইসলাম খান
পরবর্তি সংবাদসিলেটে অর্থমন্ত্রীর বাসায় আ’লীগ ও বিএনপি প্রার্থীর সৌজন্য সাক্ষাৎ