সম্প্রতি ইন্টারনেট ভিত্তিক যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপ ও মাসেঞ্জারের বিভিন্ন গ্রুপে ছড়িয়ে পড়া একটি ভিডিও ক্লিপ ইসলাম টাইমস টুয়েন্টিফোর ডটকমের দৃষ্টিগোচর হয়েছে। মূলত একটি ফোনালাপের অডিও ক্লিপসকে ভিডিও রূপ দেয়া হয়েছে সেখানে।
টঙ্গীর ইজতেমার মাঠের দখল সংক্রান্ত এই ফোনালাপে ইসলাম টাইমসের একটি প্রতিবেদনের প্রচ্ছদ ব্যবহার করা হয়েছে। ফোনালাপে ইজতেমার মাঠের দখল, নিয়ন্ত্রণ ও নিয়ন্ত্রণ রক্ষা সংক্রান্ত আলোচনা রয়েছে।

গত ২৭ নভেম্বর ‘গায়ের জোরে ইজতেমার মাঠ দখলের ষড়যন্ত্র সাদপন্থীদের!’ শিরোনামে প্রকাশিত যে প্রতিবেদনের প্রচ্ছদ এখানে ব্যবহৃত হয়েছে, তার সঙ্গে এই অডিও ও ভিডিও ক্লিপ-এর কোনো ধরনের সম্পর্ক নেই। এই অডিও বা ভিডিওটির উৎস সম্পর্কে ইসলাম টাইমস জানে না এবং তা প্রচারও করেনি।
ইসলাম টাইমস মনে করছে, এ ধরনের কাজ অনৈতিক। ইসলাম টাইমস যা প্রচার করেনি তার সঙ্গে ইসলাম টাইমসের লোগো, কভার বা প্রচ্ছদ ব্যবহার করে তা করা অনুচিত।ইসলাম টাইমস এই ঘটনার প্রতিবাদ জানাচ্ছে।
ভবিষ্যতেও ইসলাম টাইমস প্রচার করেনি এমন বিষয়ের সাথে ইসলাম টাইমসকে জড়িয়ে কোনো কিছু প্রচার করা থেকে বিরত থাকতে বিনীত অনুরোধ জানাচ্ছে ইসলাম টাইমস।
