কোনো যুদ্ধাপরাধী বিএনপির ধানের শীষ পাবে না : নজরুল ইসলাম খান

ইসলাম টাইমস ডেস্ক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নজরুল ইসলাম খান বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো যুদ্ধাপরাধীকে বিএনপি ধানের শীষ প্রতীক দেবে না।

বৃহস্পতিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।

তিনি বলেন, ‘কোনো যুদ্ধাপরাধীকে আমরা ধানের শীষ প্রতীক দিব না- এটা আপনাদেরকে আশ্বস্ত করতে পারি। তবে জামায়াতের মধ্যে অনেক মুক্তিযোদ্ধাও আছে।’

তিনি বলেন, ‘মনোনয়ন জমা দিতে আমাদের নেতাকর্মীদের পদে পদে বাধা দেয়া হচ্ছে। ছোট থেকে বড় সবাইকে আসামি করা হচ্ছে। অনেকেই নিখোঁজ হচ্ছে। এগুলো সবই সুষ্ঠু নির্বাচনের অন্তরায়।’

সরকার ও ইসির সমালোচনা করে নজরুল ইসলাম বলেন, ‘আওয়ামী লীগ একের পর এক ফাউল করছে। সরকার ও ইসি নিশ্চুপ ভূমিকা পালন করছে। নির্বাচন কমিশন সরকারের সহায়ক ভূমিকা পালন করছে। এভাবে চলতে থাকলে সুষ্ঠু নির্বাচন হতে পারে না।’

পূর্ববর্তি সংবাদদেশে অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে : সিইসি
পরবর্তি সংবাদআমরা একা একা নির্বাচন করতে চাই না : ওবায়দুল কাদের