গাজীপুরে শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে সড়ক অবরোধ

ইসলাম টাইমস ডেস্ক : শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রেখেছে একটি পোশাক কারখানার শ্রমিকরা। আজ বৃহস্পতিবার সকাল পৌনে ৯টার দিকে ওই মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ শুরু করে শ্রমিকরা।

এ সময় সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে গাজীপুর শিল্প পুলিশ, জয়দেবপুর থানা পুলিশ ও মাওনা হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছেন।

কারখানার কাটিং অপারেটর জান্নাত বলেন, গত চার থেকে পাঁচ দিন আগে তাকে উৎপাদন ফ্লোর থেকে ডেকে নিয়ে সাদা কাগজে স্বাক্ষর দিতে বলে। স্বাক্ষর না দিলে তাকে জোর করে কারখানা থেকে বের করে দেওয়া হয়।

ফিনিশিং বিভাগের অপারেটর হাসিনা বেগম ও আবু বকর, সুইং অপারেটর জাহানারা বেগম ও তারেক মিয়া বলেন, ‘আজ (বৃহস্পতিবার, ২৯ নভেম্বর) সকালে কাজে যোগ দিতে আসলে নিরাপত্তা কর্মীরা প্রায় চারশ শ্রমিককে কারখানায় ঢুকতে দেয়নি। পরে শ্রমিকেরা লাঠিসোঁটা নিয়ে পাশের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে।’

গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান বলেন, ‘শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে শ্রমিকেরা মহাসড়কে অবস্থান নেয়। পরে তাদের দাবি পূরণের আশ্বাস দিয়ে সড়ক থেকে সরে যেতে বলা হয়। তবে কারখানার মালিক না আসলে তারা সড়ক থেকে যাবেন না বলে জানান। কারখানার পক্ষ থেকে প্রশাসন বিভাগের প্রতিনিধি এসে তাদের বোঝানোর চেষ্টা করছেন।’

পূর্ববর্তি সংবাদট্রাকের ধাক্কায় দুই স্কুলশিক্ষক নিহত
পরবর্তি সংবাদখোকার কারাদণ্ডের পর ছেলেকে আত্মসমর্পণের নির্দেশ আদালতের