দেশে অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে : সিইসি

ইসলাম টাইমস ডেস্ক : দেশে প্রতিদ্বন্দ্বিতা ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয়েছে এবং রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার মধ্যদিয়ে তা স্পষ্ট হয়েছে বলে দাবি করেছে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা।

আজ বৃহস্পতিবার সকালে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সরকারি কর্মকর্তাদের প্রশিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সিইসি।

তিনি বলেন, প্রভাবশালী প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী সকলেই সুশৃঙ্খলভাবে রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয়ে মনোনয়ন ফরম জমা দিয়েছেন। কেউ আচরণবিধি লঙ্ঘন করে ৫-৭ জনের বেশি লোকজন নিয়ে আসেননি।

প্রশিক্ষকদের উদ্দেশে সিইসি বলেন, আপনারা মাঠপর্যায়ে নিরপেক্ষতা বজায় রাখবেন। প্রার্থীর অভিযোগ নিরপেক্ষভাবে বিচার করবেন। প্রার্থীকে প্রার্থী হিসেবে বিবেচনা করবেন।

দিনব্যাপী কর্মশালায় ৪ শতাধিক সরকারি কর্মকর্তাদের প্রশিক্ষকদের প্রশিক্ষণ দেবে নির্বাচন কমিশন।

পূর্ববর্তি সংবাদসিরাজগঞ্জে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৫ নারী নিহত
পরবর্তি সংবাদকোনো যুদ্ধাপরাধী বিএনপির ধানের শীষ পাবে না : নজরুল ইসলাম খান