ফার্মগেট থেকে ‘জিনের বাদশা’ গ্রেফতার

ইসলাম টাইমস ডেস্ক : নিজেকে কখনো জিনের বাদশাহ, কখনো দয়াল বাবা, কখনো সাধু বাবা পরিচয় দেয়া কথিত জিনের বাদশাকে গ্রেফতার করেছে পুলিশ। তার আসল নাম জুবায়ের আহমেদ সুমন।

বৃহস্পতিবার (২৯ নভেম্বর) দুপুরে মালিবাগে সিআইডির সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিআইডির সিরিয়াস ক্রাইম বিভাগের বিশেষ পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা।

জিনের বাদশা সব মুশকিল আসানের আশ্বাসে বিভিন্ন গণমাধ্যমে বিজ্ঞাপন দেন।বিজ্ঞাপনের প্রলোভনে পড়ে যারা তার সঙ্গে যোগাযোগ করত কৌশলে তাদের টাকা হাতিয়ে নিতেন কথিত জিনের বাদশা সুমন ও তার সিন্ডিকেট। কয়েক বছরে এ চক্রটি হাতিয়ে নিয়েছে কোটি কোটি টাকা।

ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে গতকাল বুধবার রাজধানীর ফার্মগেট ইন্দ্রপুরী ইন্টারন্যাশনাল হোটেল থেকে চক্রটির মূল হোতা কথিত জিনের বাদশাহ সুমনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

পুলিশ সুপার জান্নাত আরা বলেন, ‘একটি সংঘবদ্ধ প্রতারক চক্র বিভিন্ন সময়ে জিনের বাদশা, দয়াল বাবা সেজে বিভিন্ন সমস্যার সামাধান দেবে বলে বিজ্ঞাপন তৈরি করে। চক্রটি লটারি ও গুপ্তধন প্রাপ্তি, জটিল রোগ থেকে মুক্তি, পাওনা টাকা আদায়, দাম্পত্য কলহ, ভালোবাসার মানুষকে বশে আনাসহ যাবতীয় সমস্যার সমাধান করতে পারে বলে প্রলোভন দেখায়। বিভিন্ন টিভি চ্যানেল ও গণমাধ্যমে তারা বিজ্ঞাপন প্রচারের মাধ্যমে সাধারণ মানুষকে প্রলোভন দেখিয়ে মিথ্যা আশ্বাস দিয়ে বিপুল পরিমাণ টাকা আত্মসাৎ করেছে চক্রটি।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জিনের বাদশা সুমনের কাছ থেকে পাওয়া তথ্যের বরাত দিয়ে জান্নাত আরা বলেন, ‘মাসিক ২০ হাজার টাকা দিয়ে তৈয়েবুর রহমান নামে এক ব্যক্তির মাধ্যমে সাপ্তাহিক ম্যাগাজিন, বর্তমান দিনকাল ও চিত্রবাংলা পত্রিকায় বিজ্ঞাপন প্রচার করতেন তারা। ওই বিজ্ঞাপনে তারা বিভিন্ন দরবার শরিফের নাম ব্যবহার করে যাবতীয় সমস্যার সমাধান দিতে পারেন বলেও প্রচার করতেন। এসব বিজ্ঞাপন দেখে সাধারণ মানুষ তাদের ফোন করলে জিনের বাদশাহ ওই ব্যক্তিদের সমস্যার সামাধান করতে পারবেন বলে টাকা আত্মসাৎ করতেন।’

সংবাদ সম্মেলনে সিআইডির উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. শাহ আলম বলেন, আমরা এই কথিত জিনদের দুইভাগে ভাগ করেছি। তাদের মধ্যে একটি হচ্ছে টিভি জীন আর একটি হচ্ছে মোবাইল জীন। টিভি জিনের কাছে গিয়ে মানুষ নিজেরাই প্রতারিত হন। আর মোবাইল জিন ফোন করে ভুক্তভোগীদের ভয়ভীতি ও প্রলোভন দেখিয়ে তাদের কাছে আনে।

পূর্ববর্তি সংবাদব্যারিস্টার মইনুলের স্বাস্থ্য পরীক্ষা করতে আদালতের নির্দেশ
পরবর্তি সংবাদমালয়েশিয়ার হাসতাপালে সেবা ও শৃংখলার চিত্র