সংখ্যালঘু সুরক্ষা আইনের দাবিতে সাংবাদিক সম্মেলন

ইসলাম টাইমস ডেস্ক : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দলগুলোর ইশতেহারে সংখ্যালঘু সুরক্ষা আইন বাস্তবায়নের প্রতিশ্রুতি অন্তর্ভূক্ত করার আহবান জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি।

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে সংগঠন দুটির পক্ষ থেকে এসব দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব দাবি তুলে ধরেন হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত।

এ সময় সংখ্যালঘু সুরক্ষা আইন’ প্রণয়ন, ‘সংখ্যালঘু কল্যাণ মন্ত্রণালয়’ ও জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন, দল হিসেবে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করা, পার্বত্য শান্তি চুক্তি ও অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন দ্রুত বাস্তবায়ন করাসহ ১২ দফা দাবি উত্থাপন করা হয়।

সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য অন্ততপক্ষে ১৫ শতাংশ এবং অনগ্রসর জনগোষ্ঠীর জন্য ৫ শতাংশ কোটা রাখার দাবি জানিয়েছে সংগঠন দুটি।

সংবাদ সম্মেলনে আরও বক্তৃতা করেন সম্মিলিত ইসলামি জোটের নেতা জিয়াউল হাসান, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, মহানগর পূজার পুরোহিত রঞ্জিত চক্রবর্তী, দলিত হরিজন সম্প্রদায়ের নেত্রী সুচিত্রা রানী ভক্ত প্রমুখ।

পূর্ববর্তি সংবাদমনোনয়ন দাখিল : আওয়ামী লীগ ২৬৪, বিএনপি ২৯৫
পরবর্তি সংবাদহাইকোর্টের নতুন রায় : প্রার্থী হতে পারবে দণ্ডিত ব্যক্তিও