ইসলাম টাইমস ডেস্ক: ইউরোপের অন্য কিছু দেশের মতো কানাডাতেও মুসলিম বিদ্বেষের ঘটনা ঘটছে। সম্প্রতি এজাতীয় ঘটনার সংখ্যা সেখানে বেড়েছে। জানা গেছে, ২০১৭ সালে কানাডায় ঘৃণাজনিত হামলা বেড়েছে ৪৭ শতাংশ। আর এ সকল হামলার বড় লক্ষ্যবস্তু হচ্ছে মুসলিমরা। কানাডার পরিসংখ্যান সংস্থার প্রকাশিত তথ্য-উপাত্ত অনুযায়ী গতকাল বৃহস্পতিবার (২৯ নভেম্বর)রয়টার্স এ খবর প্রকাশ করেছে।
পরিসংখ্যান অনুযায়ী ২০১৭ সালে মুসলমানদেরকে লক্ষ করে ঘৃণাজনিত হামলা হয়েছে সবচেয়ে বেশী। প্রতিবেদনে বলা হয়েছে, গতবছর মুসলমানদের বিরুদ্ধে ঘৃণাজনিত অপরাধের সংখ্যা ১৩৯ থেকে বেড়ে হয়েছে ৩৪৯। কৃষ্ণাঙ্গদের লক্ষ করে অপরাধের সংখ্যা ২১৪ থেকে বেড়েছে ৩২১। আর ইহুদীদের বিরুদ্ধে এ ঘৃণাজনিত অপরাধের সংখ্যা ২২১ থেকে বেড়ে হয়েছে ৩৬০। সেই হিসাবে দেখা যাচ্ছে, মুসলমানদেরকে লক্ষ করে ঘৃণাজনিত হামলা বেড়েছে দ্বিগুনের চেয়েও বেশী।
গতবছর কানাডার সরকার ইসলামভীতি ছড়ানোর জন্যে একটি প্রস্তাব পাস করে। এ প্রস্তাবে দেশটিতে মুসলিম বিরোধী মনোভাব সৃষ্টি হয়। তারই জের ধরে গতবছর কানাডার কুইবেকের একটি মসজিদে নির্বিচার গুলিতে হতাততের ঘটনাও ঘটে।
ন্যাশনাল কাউন্সিল অব কানাডিয়ান মুসলিমসের নির্বাহী পরিচাল ইহসান গার্দি বলেন, ঘৃণাজনিত এ সকল হামলার পরিসংখ্যান দেখে আমরা সত্যি মর্মাহত।
অ্যান্টি-হেইট নেটওয়ার্কের বোর্ড মেম্বার আমিরা এলঘাওয়াবি বলেন, কানাডার বর্ডার দিয়ে যুক্তরাষ্ট্র থেকে শুধু মানুষ আর পণ্যই আসে না, বিভিন্ন রকম চিন্তাও আসে। যুক্তরাষ্ট্রে যেভাবে মুসলিম বিদ্বেষ বেড়ে চলেছে তার প্রভাব থেকে কানাডাও মুক্ত থাকতে পারছে না।
ঘৃণাজনিত অপরাধ বৃদ্ধির এই ধারা ২০১৮ সালেও অব্যাহত আছে কি না, ওই পরিসংখ্যানে উল্লেখ করা হয়নি।
