জি২০ সম্মেলনে সৌদি যুবরাজের সাথে নরেন্দ্র মোদির পৃথক বৈঠক

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এ সময় তারা প্রযুক্তি, কৃষি ও জ্বালানি ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা নিয়ে আলোচনা করেন।
সৌদি সংবাদসংস্থা স্পার বরাতে শুক্রবার রয়টার্স এ তথ্য জানিয়েছে।

আর্জেন্টিনায় জি২০ সম্মেলনে অংশ নিতে দুই নেতাই এখন রাজধানী বুয়েন্স আয়ারসে রয়েছেন।

সম্মেলনের ফাঁকে মোদির সঙ্গে আলাপে ভারতকে তেল ও পেট্রোলিয়াম পণ্য সরবরাহে নিজেদের প্রস্তুতির কথা জানিয়েছেন মোহাম্মদ বিন সালমান।

পশ্চিমা দেশগুলোতে সৌদি যুবরাজকে এমবিএস নামে চেনে। ভারতের শোধনাগারে সৌদি তেল জায়ান্ট আরামকোর বিনিয়োগ নিয়েও মোদির সঙ্গে আলোচনা করেন তিনি।

ভারতের পশ্চিমাঞ্চলীয় উপকূলে একটি বিশাল শোধনাগার স্থাপন প্রকল্প নিয়েও তাদের কথা হয়।

সৌদি সমর্থিত ভিশন তহবিলের সফটব্যাংকের মাধ্যমে সৌদি জ্বালানিতে বিনিয়োগ, অস্ত্র উৎপাদন ও সৌদি আরবের নিজেদের অস্ত্র কোম্পানি নির্মাণ নিয়ে তাদের মধ্যে কথা হয় বলে জানিয়েছে স্পা।
রয়টার্স

পূর্ববর্তি সংবাদবাংলাদেশে এমপিরা যেসব সুযোগ-সুবিধা ভোগ করেন
পরবর্তি সংবাদনিউইয়র্ক শরিয়াবোর্ড যেসব সেবা আঞ্জাম দিচ্ছে