ফ্রন্টের সিদ্ধান্তের অপেক্ষায় না থেকে দলীয় প্রার্থীদের প্রস্তুতি নিতে বললেন জমিয়ত মহাসচিব

ইসলাম টাইমস ডেস্ক: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ’র মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমী বলেছেন, ‘কে কোথায় কবে ফ্রন্টের প্রার্থী হবেন, সে অপেক্ষায় না থেকে এখন থেকেই জমিয়ত প্রার্থীরা দলীয়-নেতাকর্মীদের মাঝে নির্বাচনী কাজের সমন্বয় শুরু করুন। কাজের দায়িত্ব বণ্টন, পারস্পরিক সমন্বিত যোগাযোগ এবং জনসম্পর্ক বৃদ্ধি করুন।’

আজ (৩০ নভেম্বর) বাদ জুমা দলীয় নেতৃবৃন্দের উদ্দেশে জমিয়ত মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমী এই নির্দেশনা দেন।

জমিয়ত মহাসচিব বলেন, ‘ভোটের দিন এগিয়ে আসছে। আর  ২৯ দিন পর (৩০ ডিসেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় সংসদ নির্বাচন। আসন্ন নির্বাচনে ‘জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ’র প্রার্থীদেরকে বিজয়ী হওয়ার লক্ষে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণের নির্দেশ দিচ্ছি’।

তিনি আরো বলেন, ‘ ‘জমিয়তে উলামায়ে ইসলাম’ নিবন্ধিত একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক দল এবং আমাদের নিজস্ব প্রতীক ‘খেজুর গাছ’ রয়েছে। আমরা চূড়ান্তভাবে বাছাই করে যাদেরকে প্রার্থী হওয়ার অনুমোদন দিয়েছি, তারা সকলেই নিজ নিজ আসনে ব্যাপক জনপ্রিয় ও শক্তিশালী প্রার্থী হিসেবে পরিচিত। নির্বাচনে রাব্বুল আলামীন নিশ্চয় আমাদের প্রার্থীদেরকে কামিয়াব করবেন, ইন্শা্আল্লাহ’।

এ সময় উপস্থিত ছিলেন দলের সহসভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী, মাওলানা জুনায়েদ আল-হাবীব, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা নাজমুল হাসান, যুগ্মমহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, মুফতি মুনির হোসাইন কাসেমী, অর্থ-সম্পাদক মুফতি জাকির হোসাইন কাসেমী, প্রচার সম্পাদক মাওলানা জয়নুল আবেদীন প্রমুখ।

উল্লেখ্য, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ বিএনপি নেতৃত্বাধীন ২৩ দলীয় জোটের শরীক দল। আসন্ন একাদশ সংসদ নির্বাচনে এই দল থেকে ১৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

পূর্ববর্তি সংবাদফিরে দেখা : ২০০১ সালের নির্বাচনে কেমন ছিল আলেম রাজনীতিকদের অবস্থান?
পরবর্তি সংবাদভারতে সবচেয়ে উঁচু মূর্তিনির্মাণের হিড়িক: চলছে বিতর্ক, রাজনীতি, প্রতিবাদ