ইসলাম টাইমস ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি হেরে যাওয়ার ভয়ে নির্বাচন বানচালের বিভিন্ন অজুহাত তুলছে। তাদের নানা অভিযোগকে আমি নির্বাচন বানচালের অংশ হিসাবেই মনে করি।’
শুক্রবার (৩০ নভেম্বর) বিকেলে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ের পাশে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা অফিসে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘আমরা চাই প্রতিদ্বন্দ্বিতামূলক, প্রতিযোগিতাপূর্ণ একটা নির্বাচন হোক। বিএনপি আর যাই হোক একটি বড় দল। একটা বড় দল নির্বাচন থেকে সরে যাক, আমরা সেটা চাই না। আমরা তাদের নির্বাচনে চাই। আমরাও চাই অংশগ্রহণমূলক, গ্রহণযোগ্য, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন, সেখানে বিএনপি অংশগ্রহণ করুক। গতবারের মতো ভুয়া অভিযোগ দিয়ে নির্বাচন বয়কট করুক, এটা আমরা চাই না।’
সভায় নির্বাচন পরিচালনা কমিটির এইচ টি ইমামসহ বিভিন্ন উপ কমিটির নেতারা উপস্থিত ছিলেন।
