ভারতে সবচেয়ে উঁচু মূর্তিনির্মাণের হিড়িক: চলছে বিতর্ক, রাজনীতি, প্রতিবাদ

ইসলাম টাইমস ডেস্ক: সম্প্রতি বিশ্বের সবচেয়ে উঁচু মূর্তি উদ্বোধন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। স্বাধীনতার পর দেশটির প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী সরদার বল্লভভাই প্যাটেলের ১৮২ মিটার আকাশচুম্বী মূর্তির নাম ‘স্ট্যাচু অব ইউনিটি’।

সম্প্রতি ভারতের রাজনীতিতে জেঁকে বসেছে মূর্তি নির্মাণের ভূত। পাল্লা দিয়ে বানানো হচ্ছে উঁচু উঁচু মূর্তি। মহারাষ্ট্র চাইছে মারাঠা সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছত্রপতি শিবাজির মূর্তি সবার উপরে মাথা তুলে দাঁড়াক।
উত্তর প্রদেশ ঘোষণা দিয়েছে, ২২১ মিটারের বিশ্বের উচ্চতম মূর্তিটা হবে রামের।
রাজস্থানে ১৬৮ মিটারের সুউচ্চ শিবমূর্তির নির্মাণ কাজ চলমান।
কর্নাটক রাজ্যও ১২৫ ফুটের কাবেরী মূর্তি তৈরির তোড়জোড় শুরু করেছে।
বিহারে সোমবার উন্মোচিত হয়েছে দেশের দ্বিতীয় বৃহত্তম বুদ্ধমূর্তি।

প্যাটেলের সর্বোচ্চ মূর্তিটি নিয়ে ভারতের রাজনীতিতে হয়েছে চরম বিতর্ক।
গুজরাটের নর্মদা জেলার কেভাদিয়া এলাকায় প্যাটেলের ১৮২ মিটারের উঁচু এই মূর্তিটি দাঁড়িয়ে। ৩১ অক্টোবর প্যাটেলের জন্মদিনে নরেন্দ্র মোদি প্রায় ৩ হাজার কোটি রুপি ব্যয়ে নির্মিত মূর্তিটি উন্মোচন করেন।
এটিই বর্তমানে বিশ্বের উচ্চতম মূর্তি।

নেহেরুর উদার ও সেক্যুলার মতের বিরোধিতাকারী প্যাটেলকে উপেক্ষিত ‘হিরো’ মনে করে বিজেপি। তার মূর্তি নির্মাণের অর্থ হল, প্যাটেলকে বড় করে দেখিয়ে নেহরুকে ছোট দেখানোর চেষ্টা।
এছাড়া এ মূর্তি নির্মাণের কারণে জমিহারা ৭৫ হাজার মানুষ বিক্ষোভ করেছিলেন। প্রতিবাদস্বরূপ, মূর্তি উন্মোচনের দিন আশপাশের ৭২টি গ্রামে চুলা জ্বলেনি।
চীনের বুদ্ধমূর্তিকে টেক্কা দিতে মহারাষ্ট্রে মুম্বাই উপকূলে শিবাজির মূর্তি নির্মাণের অনুমোদন দেয়া হয়েছে এরই মধ্যে। ২১২ মিটার উচ্চতার এ মূর্তি তৈরিতে ব্যয় হবে প্রায় তিন হাজার ৬০০ কোটি রুপি। ইতিমধ্যে ভারতের লার্সেন অ্যান্ড টুব্রো কোম্পানির সঙ্গে তিন হাজার কোটি রুপির চুক্তি সম্পন্ন করেছে মহারাষ্ট্র সরকার।
চীনের স্প্রিং টেম্পলে বুদ্ধমূর্তির উচ্চতা ২০৮ মিটার। ২০২১ সালের মধ্যে শিবাজির মূর্তির নির্মাণ কাজ সম্পন্ন হওয়ার কথা প্রকল্প নথিতে উল্লেখ রয়েছে। তখন এটিই হবে বিশ্বের উচ্চতম মূর্তি।

অবশ্য গুজরাটে প্যাটেলের মূর্তি বা শিবাজির মূর্তিকেও ছাড়িয়ে যাবে রাম মূর্তি।
রাম মন্দির নির্মাণ নিয়ে শিবসেনা ও হিন্দু পরিষদ মোদি সরকারকে চাপ দিচ্ছে।
রাজস্থানে ১৬৮ মিটারের সুউচ্চ শিবমূর্তির নির্মাণ কাজও চলমান। ২০১৯ সালের মার্চের মধ্যে রাজস্থানের নাথদ্বারার গণেশ টেকরিতে নির্মিতব্য মূর্তিটির কাজ শেষ হবে। এটিই নাকি হবে বিশ্বের চতুর্থ উচ্চতম মূর্তি।

সোমবার ভারতের দ্বিতীয় বৃহত্তম বুদ্ধমূর্তি উন্মোচন করেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। ৭০ ফুট উঁচু বুদ্ধদেবের মূর্তিটি নালন্দা জেলার রাজগিরের গোরা কাটোরা লেকের মাঝখানে তৈরি হয়েছে। ৪৫ হাজার কিউবিক ফুটের গোলাপি পাথরের মূর্তিটি তৈরির খরচ প্রায় ২০ কোটি রুপি।
জানা গেছে, রাষ্ট্রীয় বাজেট থেকে এসব অর্থের খুব কমই এসেছে। বিভিন্ন উন্নয়ন প্রকল্পের নামে ব্রিটেনের কাছ থেকে বিরাট অঙ্কের অর্থ সাহায্য নিয়েছেন মোদি। সে অর্থই মূর্তি নির্মাণে ঢালছেন বলে অভিযোগ তুলেছেন ব্রিটিশ এমপি পিটার বোন। প্যাটেলের মূর্তি নির্মাণের পর ব্রিটিশ গণমাধ্যমে এ খবর ফলাও করে ছাপা হয়েছিল।

পূর্ববর্তি সংবাদফ্রন্টের সিদ্ধান্তের অপেক্ষায় না থেকে দলীয় প্রার্থীদের প্রস্তুতি নিতে বললেন জমিয়ত মহাসচিব
পরবর্তি সংবাদনির্বাচনের সুষ্ঠু পরিবেশ নেই, নেতাকর্মীদের গ্রেফতার বন্ধের আহ্বান জানালেন মির্জা ফখরুল