
ইসলাম টাইমস ডেস্ক : শরিয়তপুর শহরের একটি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২ জনের মৃত্যুসহ ভয়াবহ ক্ষয়-ক্ষতি হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে এই দুর্ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডে শরিয়তপুর শহরের পালং বাজারের গোপাল সুইটসের দুই কর্মচারী পলাশ ও বিশ্বজিৎ অগ্নিদগ্ধ হয়ে মারা যান। তারা রাতে দোকানে ঘুমাতেন।
বৃহস্পতিবার রাত ৩টায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। প্রায় তিন ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস কর্মীরা।
অগ্নিকাণ্ডে ১১টি ব্যবসা প্রতিষ্ঠান ও ৩টি বসত বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিক ধারণায় বলা হচ্ছে, এই দুর্ঘটনায় ১০ কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে।
পালং বাজারে আগুন লাগা ও দুজনের মৃত্যুর তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাহাবুর রহমান শেখ।
তিনি বলেন, ১১টি ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়ক্ষতি নিরূপণ করা হচ্ছে। মৃত দুজনের পরিবার ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক সহায়তা দেওয়া হবে।
