‘গত নির্বাচনে তরুণরা ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে, আগামী নির্বাচনটা নিরপেক্ষ হওয়া দরকার’

বদিউল আলম মজুমদার : ছবি সংগৃহীত

ইসলাম টাইমস ডেস্ক : সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার বলেছেন, গণতন্ত্র হচ্ছে ইচ্ছার প্রতিফলন। গত নির্বাচনে অনেক তরুণ সেই ইচ্ছার প্রতিফলন বা ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছেন। আগামী নির্বাচনেও যদি একই পরিস্থিতি হয় তাহলে তরুণরা ভিন্ন পথে যেতে পারে। আর এটি হলে ভয়ানক পরিণতি বরণ করতে হতে পারে। আগামী নির্বাচনটা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়া দরকার; যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচন যদি না হয় তবে ভয়াবহ পরিণতি হতে পারে।

রাজধানীর সেগুনবাগিচায় শনিবার (১ ডিসেম্বর) সকালে ‘জাতীয় নির্বাচন: গুজব ও সহিংসতা প্রতিরোধে সম্প্রচার মাধ্যমের ভূমিকা’ বিষয়ক এক গোলটেবিল বৈঠকে বদিউল আলম মজুমদার এসব মন্তব্য করেন।

তিনি বলেন, ‘তরুণরা আস্থাহীন হলে ভিন্নভাবে সমাধানের পথ খোঁজে- যা অত্যন্ত বিপদ, ভয়ানক, কখনও নৃশংস বটে। তাই আমাদের গণতান্ত্রিক ব্যবস্থা সুসংহত হওয়া, কার্যকর হওয়া এবং গণতান্ত্রিক ব্যবস্থার হাতে সমস্যার সমাধান হওয়া অতীব জরুরি। তা না হলে আমাদের ভয়ানক পরিণতি বরণ করতে হতে পারে। এ জন্য আমাদের সবার ভূমিকা রয়েছে। সে জন্য আমরা সবাই চেষ্টা করছি।’

এ সময় বদিউল আলম মজুমদার আরও বলেন, ‘তরুণরা আস্থাহীন হলে ভিন্নভাবে সমাধানের পথ খোঁজে। যা অত্যন্ত বিপদ, ভয়ানক, কখনও নৃশংস বটে। তাই আমাদের গণতান্ত্রিক ব্যবস্থা সুসংহত হওয়া, কার্যকর হওয়া এবং গণতান্ত্রিক ব্যবস্থার হাতে সমস্যার সমাধান হওয়া অতীব জরুরি। তা না হলে আমাদের ভয়ানক পরিণতি বরণ করতে হতে পারে। এ জন্য আমাদের সবার ভূমিকা রয়েছে। সেজন্য আমরা সবাই চেষ্টা করছি।’

মিডিয়া মিউজিয়াম অব বাংলাদেশ’র প্রধান ও এসএটিভি’র অ্যাসাইনমেন্ট এডিটর এম এম বাদশার সঞ্চালনায় গোলটেবিল বৈঠকে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চ্যানেল ২৪-এর বার্তা প্রধান রাহুল রাহা, ইনডিপেনডেন্ট টিভির সিএনই আশীষ সৈকত, এসএটিভির সিএনই ফেরদৌস মামুন।

পূর্ববর্তি সংবাদসাদপন্থীদের হামলায় হাজারও মুসুল্লি আহত : বাকরুদ্ধ সবশ্রেণির মানুষ
পরবর্তি সংবাদটঙ্গীর ঘটনায় পুলিশের নীরবতা নিয়ে প্রশ্ন