নিজস্ব প্রতিবেদক : নির্বাচন শেষ হওয়ার আগ পর্যন্ত ইজতেমার মাঠের নিয়ন্ত্রণ প্রশাসনের হাতে থাকবে বলে সিদ্ধান্ত দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল
আজ স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে তাবলিগ জামাতের উভয়পক্ষের মুরব্বিদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত দেন তিনি।
বৈঠকে উপস্থিত কারওয়ান বাজার আম্বরশাহ মসজিদের খতিব মাওলানা মাজহারুল ইসলাম ইসলাম টাইমসকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, বৈঠকে উপস্থিত উভয়পক্ষের মুরব্বিদের সাথে আলোচনা করেই স্বরাষ্ট্রমন্ত্রী সিদ্ধান্ত দিয়েছেন নির্বাচন শেষ হওয়া পর্যন্ত ইজতেমার মাঠে আর কোনো জমায়েত হবে না।
বৈঠকে উভয়পক্ষের ভুলে কারণে একজন মানুষের প্রাণ যাওয়া এবং এতো মানুষ আহত হওয়ায় স্বরাষ্ট্রমন্ত্রী খানিকটা ক্ষোভও প্রকাশ করেন বলে জানান তিনি।
এ সময় আজকের ঘটনার সুষ্ঠু তদন্ত হবে বলেও উলামাদের আশ্বস্ত করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
বৈঠকে নির্বাচনের পর ইজতেমার তারিখ নির্ধারণের সিদ্ধান্ত হয়।
আজকের বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আল্লামা আশরাফ আলী, আল্লামা মাহমুদুল হাসান, মাওলানা আবদুল কুদ্দুস, মাওলানা মাহফুজুল হক, মাওলানা ফরীদ ঊদ্দীন মাসউদ, মাওলানা মুহাম্মদ যোবায়ের, মাওলানা মুহাম্মদ হোসেন, ইন্জিনিয়ার সৈয়দ ওয়াসিফুল ইসলাম, মাওলানা মোশাররফ হোসাইন প্রমুখ।
অন্যদিকে প্রশাসনের পক্ষে বৈঠকে পুলিশের মহাপরিদর্শক মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়াসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা উপস্থিত ছিলেন বলে সূত্র জানয়েছে।
