বিএনপি আন্তর্জাতিক সমর্থন পাচ্ছে না : ওবায়দুল কাদের

ইসলাম টাইমস ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি লাখ লাখ ডলার খরচ করেও আন্তর্জাতিক সমর্থন পাচ্ছে না।

শনিবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি ক্রমেই বন্ধুহীন হয়ে পড়েছে। শুধু পাকিস্তানের সঙ্গে তাদের বন্ধুত্ব অটুট রয়েছে। তারা বুঝে গেছে আগামী নির্বাচনে বিজয়ী হতে পারবে না। এজন্য তারা বাকযুদ্ধ চালিয়ে যাচ্ছে।

বিএনপির নাশকতার পথে যেতে পারে এমন আশঙ্কা প্রকাশ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরও বলেন, আগামী নির্বাচনে জগাখিচুড়ি জাতীয় ঐক্যফন্টের বিরুদ্ধে ভোট বিপ্লব হবে।

পূর্ববর্তি সংবাদনির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে যুক্তরাষ্ট্র
পরবর্তি সংবাদসাদপন্থীদের হামলার প্রতিবাদে এয়ারপোর্ট রোডে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত