তাবলিগ সংকট: বিমানবন্দর সড়কে তীব্র যানজট

ইসলাম টাইমস ডেস্ক:  রাজধানীর বিমানবন্দর সড়কের একপাশ রাস্তা অবরোধ করে রেখেছে তাবলীগ জামাতের একপক্ষ। শনিবার (১ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টা থেকে বিমানবন্দর সড়কের গাজীপুরে যাওয়ার রাস্তা বন্ধ করে রেখেছে তারা। এতে কুড়িল বিশ্বরোড থেকে শুরু করে বিমানবন্দর পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। বিভিন্ন সূত্রের মাধ্যমে এ খবর নিশ্চিত হওয়া গেছে।

সূত্র মতে, ‘দীর্ঘদিন ধরে তাবলীগ জামাতের দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব চলছে। এ ঘটনার রেশ ধরেই শনিবার সকালে এক পক্ষ মাঠ দখলের জন্য টঙ্গীর দিকে যাওয়ার সময় অপর পক্ষ তাদের বাধা দেয়। এসময় তাদের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে। এরপর থেকে তাবলীগ জামাতের এক পক্ষ বিমানবন্দর সড়কের একপাশ বন্ধ করে রাখে।’

বিভিন্ন প্রত্যক্ষদর্শী থেকে জানা যায়, ‘এখনও পর্যন্ত রাস্তা অবরোধ করে রাখা হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্যে অতিরিক্ত পুলিশ উপস্থিত রয়েছে।’

পূর্ববর্তি সংবাদমুখোশধারী দুবৃত্তদের গুলিতে আহত মন্ত্রীর জামাতা
পরবর্তি সংবাদগেইট ভেঙ্গে ভেতরে ঢুকেছে সাদপন্থিরা