মুখোশধারী দুবৃত্তদের গুলিতে আহত মন্ত্রীর জামাতা

ইসলাম টাইমস ডেস্ক: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দের জামাতা ও বাংলাদেশ ব্যাংকের সহকারী ব্যবস্থাপক প্রভাষ দত্তকে (৫০) গুলি করেছে মুখোশধারী দুর্বৃত্তরা। গুলিবিদ্ধ অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার দিনগত রাত সাড়ে ১০টার দিকে নগরীর বকশীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১০টার দিকে ৩/৪ জন কালো মুখোশধারী দুর্বৃত্ত প্রভাষ দত্তের বাড়িতে প্রবেশ করে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। দুবৃত্তরা তার পেটে গুলি করে।তিনি মাটিতে লুটিয়ে পড়লে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়।

খবর পেয়ে খুলনা জেলা প্রশাসক ও পুলিশ কমিশনার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে দেখতে যান।

পূর্ববর্তি সংবাদইজতেমার মাঠ দখলের জন্য গেটে গেটে জড়ো হচ্ছে সাদপন্থীরা
পরবর্তি সংবাদতাবলিগ সংকট: বিমানবন্দর সড়কে তীব্র যানজট