ইসলাম টাইমস ডেস্ক : নিরীহ ও নিরস্ত্র সাধারণ তাবলিগী সাথী, উলামায়ে কেরাম ও মাদরাসা ছাত্রদের উপর সাদপন্থীদের নগ্ন হামলার প্রতিবাদে ঢাকার এয়ারপোর্টে প্রতিবাদে সভা অনুষ্ঠিত হয়েছে।
বিক্ষোভ সমাবেশে বক্তাগণ সন্ত্রাসী কায়দায় ইজতেমার দখল ও নিরস্ত্র মানুষের উপর হামলার তীব্র প্রতিবাদ জানান এবং কথিত তাবলিগি মুরব্বি ওয়াসিফ-নাসিমসহ দোষীদের গ্রেফতার ও শাস্তি দাবি করেন।
এ সময় উলামায়ে কেরাম সাদপন্থীদের অবৈধ দখল থেকে ইজতেমার মাঠ উদ্ধার ও তা তাবলিগের আলেম মুরব্বিদের হাতে তুলে দেয়ারও দাবি জানান।
বক্তারা বলেন, আজ সাদপন্থীরা যেভাবে সন্ত্রাসী কায়দায় নিরীহ মানুষের উপর হামলা করেছে তা কোনো ঈমানদারের কাজ হতে পারে না। এমন কাজ তাবলিগের সাথে সংশ্লিষ্ট কোনো মানুষ করতে পারে না। তাদের আক্রমণ প্রমাণ করছে মাওলানা সাদের অনুসরণের নামে একদল সন্ত্রাস তাবলিগ জামাতের কাজ সঠিক পথ থেকে বিচ্যূত করতে চাচ্ছে। কিন্তু চেষ্টা সফল হবে না।
আরও পড়ুন : আলেম-উলামা ও তাবলিগি সাথীদের রক্তের উপর দিয়ে মাঠে ঢুকলো সাদপন্থীরা
তারা আরও বলেন, ‘আজ সাদপন্থীদের মুখোশ খসে গেছে। তাদের আসল রূপ প্রকাশা পেয়েছে। যাদের হাতে আলেম-উলামা, সাধারণ মুসল্লি, মাদরাসার নিরীহ ছাত্ররা নিরাপদ নয় তাদের হাতে দ্বীনের কাজও নিরাপদ নয়।’
বক্তারা একই সঙ্গে প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। তারা বলেন, ‘শান্তি ও শৃংখলা রক্ষায় পুলিশের ভূমিকা সহায়ক ছিলো না বলে প্রত্যক্ষদর্শীদের অভিযোগ। কেন তারা এই সংঘাত ফেরাতে ব্যর্থ হলো তাও তদন্ত হওয়া দরকার।
আরও পড়ুন : ইজতেমার মাঠে সাদপন্থীদের হামলা নিয়ে যা বললেন দেশের শীর্ষ আলেমরা
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, শায়খ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের মহাপরিচালক মুফতি মিযানুর রহমান সাঈদ, আল মানহাল মাদরাসার পরিচালক মুফতি কেফায়াতুল্লাহ আযহারী, বিশিষ্ট আলেম মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবি, বাবুস সালাম মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আনিসুর রহমান প্রমুখ।
