ইসলাম টাইমস ডেস্ক: শনিবার বিকালে রেললাইন ধরে গল্প করতে করতে হাঁটার সময় মোহাম্মদ ইসহাক ও আবিদ হোসেন চৌধুরী নামে দু্ই ব্যক্তি ট্রেনে কাটা পড়েন বলে খবর পাওয়া গেছে।
নিহত ইসহাক নারায়ণগঞ্জের আড়াইহাজারের বাসিন্দা সোয়ান গ্রুপের বিক্রয় প্রতিনিধি ছিলেন।
নিহত অপরজন আবিদের বাড়ি ঢাকার যাত্রাবাড়িতে। তিনি ইফাদ গ্রুপের বিক্রয় প্রতিনিধি ছিলেন।
এসআই রেজাউল বলেন, “প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, বিকাল ৩টার দিকে দু’জন খিলক্ষেত রেললাইন ধরে হাঁটছিলেন। এসময় কমলাপুর থেকে ছেড়ে আসা মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মারা যান।”
তিনি বলেন, খিলক্ষেতে রেললাইনের একটা বড় বাঁক রয়েছে। ওই বাঁকের কারণে তারা ট্রেন আসার বিষয়টি খেয়াল করেননি।
“দু’জন ঘটনাস্থলেই মারা যান,” বলেন এসআই রেজাউল।
