ইসলাম টাইমস ডেস্ক : টঙ্গী ময়দানে গত কাল (১ ডিসেম্বর) তাবলিগি সাথী, ওলামায়ে কেরাম ও মাদরাসার ছাত্রদের ওপর সাদপন্থীদের নৃশংস হামলার নিন্দা জানিয়ে নেত্রকোণায় বিক্ষোভ মিছিল করা হয়।
মিছিলটি বেলা দুইটায় শহরের মিফতাহুল উলূম মাদ্রাসা থেকে শুরু হয়ে উপজেলা পরিষদে গিয়ে থামে। এ সময় তারা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন।
মিছিল পরবর্তী জন-সমাবেশে গত কালের ঘটনার সুষ্ঠ তদন্ত করে হামলাকারীদের উপযুক্ত শাস্তির দাবি করা হয়।
চলমান সংকট নিরসনে দোয়া করে এবং ষড়যন্ত্রকারীদের হেদায়েত কামনা করে শান্তিপূর্নভাবে মিছিল এবং মিছিল পরবর্তী জন-সমাবেশে সমাপ্ত হয়।
