মনোনয়ন বাতিল হলো রনি, রেজা কিবরিয়া, ইমরান এইচ, খোকার ছেলে ও কাদের সিদ্দিকীর

ইসলাম টাইমস ডেস্ক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ে ২ ডিসেম্বর রবিবার বিভিন্ন দলের প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল হয়েছে।মনোনয়নপত্র বাতিলের খবর আসছে বিরোধী দলের শীর্ষ রাজনৈতিক নেতা থেকে নিয়ে আলোচিত বহু প্রার্থীর।

বাতিল হওয়াদের তালিকায় প্রধান বিরোধী জোট ঐক্যফ্রন্টের প্রার্থীর পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীও রয়েছেন। এরই মধ্যে জানা গেছে, পটুয়াখালি-৩ সংসদীয় আসনে ঐক্যফ্রন্টের প্রার্থী গোলাম মাওলা রনির মনোনয়ন বাতিল হয়েছে। বাতিল হয়েছে ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেনের মনোনয়ন।তিনি ঢাকা-৬ আসনে ঐক্যফ্রন্টের প্রার্থী।তিনি রাজনীতি ও নির্বাচনে নবাগত। ঐক্যফ্রন্টের নবাগত আরেকজন প্রার্থী হবিগঞ্জ-১ আসনে ড. রেজা কিবরিয়া। তারও মনোনয়ন বাতিল হয়েছে। তিনি আওয়ামী লীগ সরকারের সাবেক অর্থমন্ত্রী এম এস কিবরিয়ার ছেলে।

শাহবাগের গণজাগরণ মঞ্চের নেতা ইমরান এইচ সরকারেরও মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে। আলোচিত-সমালোচিত এই প্রার্থী কুড়িগ্রাম-৪ আসনে স্বতন্ত্র নির্বাচন করতে চাচ্ছেন।আর হেভিওয়েট রাজনীতিকদের মধ্যে মনোনয়ন বাতিল হয়েছে টাঙ্গাইল-৪ আসনে ঐক্যফ্রন্টের প্রার্থী আবদুল কাদের সিদ্দিকীর।

ঋণখেলাপি, হলফনামায় স্বাক্ষর না থাকাসহ বিভিন্ন কারণে তাদের মনোনয়ন বাতিল হয়েছে।

মনোনয়ন বাতিলের খবর আসছেই। বাতিলের তালিকায় বিরোধী দল ও স্বতন্ত্র প্রার্থীর সংখ্যাই বেশি দেখা যাচ্ছে। তবে ইসির পক্ষ থেকে বলা হয়েছে, প্রাথমিক পর্যায়ে মনোনয়ন বাতিল হলেই ভোটে দাঁড়ানোর পথ বন্ধ হয়ে যাবে না। মনোনয়ন বাতিল হওয়া প্রার্থী চাইলে ইসির কাছে আবেদন জানাতে পারবেন।এমনকি চূড়ান্ত পর্যায়ে আদালতেও যেতে পারবেন।

পূর্ববর্তি সংবাদসাদপন্থীদের হামলার প্রতিবাদে ঢাকায় উলামায়ে কেরামের সংবাদ সম্মেলন শুরু
পরবর্তি সংবাদসরকার উদ্দেশ্য প্রণোদিতভাবে মনোনয়নপত্র বাতিল করছে : রিজভী