ইসলাম টাইমস ডেস্ক : গত শনিবার (১ ডিসেম্বর) টঙ্গীর ইজতেমার মাঠে তাবলিগি সাথী, ওলামায়ে কেরাম ও মাদরাসা ছাত্রদের উপর নৃশংস হামলা চালিয়েছে সাদপন্থীরা। তাদের সেই নিষ্ঠুর ও বর্বর আক্রমণে শতাধিক আলেম এবং হাজার হাজার মাদরাসা-ছাত্র চরমভাবে আহত হয়েছেন।
এই ন্যাক্কারজনক হামলা থেকে জাতির দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার জন্য ইতোমধ্যে সাদপন্থীরা জঘন্য এক অপকৌশলে মেতে উঠেছে। তারা টঙ্গী মাঠে ছাত্রদের ধরে মেরে মেরে তাদের থেকে কথা আদায় করেছে। বল, কেন এসেছিস? তোদের কে এনেছে?
একজন ছাত্রকে ৫/৬ মিলে মারতে মারতে জখম করে যখন এ ধরনের প্রশ্ন করে, তখন সেই ছেলেটা কী উত্তর দেয়? কী উত্তর দিতে পারে?
জান বাঁচাতে তাদের কেউ বলেছে, আমি আসতে চাই নি। আমাকে জোর করে আনা হয়েছে। না আসলে আমার নাম কাটা যাবে। ইত্যাদি.. ইত্যাদি…
অথচ এ কথা সকল তাবলিগি সাথী জানেন, প্রতিবছর শুধু ইজতেমা নয়, ইজতেমার আগেপরে কয়েক দফায় সারা দেশের বিশেষ করে ঢাকা ও ঢাকার আশপাশের জেলার মাদরাসার ছাত্ররা এসে কয়েকদিন লাগিয়ে ইজতেমার মাঠ প্রস্তুত ও প্যান্ডেল তৈরির কাজ করে। এবারও ছাত্ররা স্বেচ্ছায় সেই কাজ করতে এসেছে।
এ বিষয়টা জানার পরও সাদপন্থীরা ছাত্রদের মেরে মেরে এসব কথা জিজ্ঞেস করেছে। এবং যেই ছেলে তাদের চাহিদা মোতাবেক উত্তর দিয়েছে তাকে আরও কয়েকটা বাড়ি মেরে ছেড়ে দিয়েছে। যারা তাদের বাতলানো উত্তর দেয়নি তাদের বেদমভাবে পিটিয়েছে।
এরপর তারা ওইসব অডিও-ভিডিও সোসাল মিডিয়ায় ছড়িয়েছে এ কথা প্রমাণ করতে যে মাদরাসার ছাত্ররা টঙ্গী মাঠে স্বেচ্ছায় আসেনি। তাদের জোর করে আনা হয়েছে।
সাদপন্থীরা ছাত্রদের মারধর করে আদায় করা ওইসব মিথ্যা স্বীকারোক্তির হাকিকত প্রকাশ করে দিয়েছে এ ঘটনার শিকার ছাত্ররা। তাদের সেইসব কথা ও ভিডিও এখন সোসাল মিডিয়ায় ঘুরছে। এ ধরনের একটি ভিডিও আমরা এখানে সংযুক্ত করে দিয়েছি।
রাহমানিয়ার তিন তালিবে ইলমের একটি ভিডিও এতাতীরা সোস্যাল মিডিয়ায় ছেড়েছে। অনেকে সেই ভিডিওর জবানবন্দিগুলোর সত্যতা কতোটুকু তা জানার জন্য আমাদের কাছে ফোন/ম্যাসেজ করছিলো।একারণে আমরা কয়েকজন তাদের সাথে সাক্ষাত করার চেষ্টা করি। পরে একজনের সাথে সাক্ষাত করতে পেরেছি। বাকি দুজন আপন ভাই, তাদের বাবা সাদপন্থীদের হামলায় আহত হওয়ায় তারা বাবার খেদমতে গিয়েছে। যার সাথে দেখা হয়েছে তার বক্তব্য এখানে দেওয়া হল। আশা করি এতটুকুতেই বাস্তবতা স্পষ্ট হয়ে যাবে। আরেকটা বিষয়- এ ভিডিও দিয়ে আমাদের নতুন কোন হিংসা বা ফিৎনা ছড়ানো উদ্দেশ্য না। বরং যে মিথ্যা ছড়িয়ে গেছে, তা খোলাছা করাটাই উদ্দেশ্য।বি.দ্র. এ হলো সেই আলোচিত ভিডিও লিংক-https://m.facebook.com/story.php?story_fbid=749470045430007&id=560072561036424
Posted by Abu Torab Masum on Sunday, December 2, 2018
