ইসলাম টাইমস ডেস্ক : গতকাল ১ ডিসেম্বর টঙ্গীর ইজতেমার মাঠে সাধারণ তাবলিগি সাথী, উলামায়ে কেরাম ও মাদরাসা ছাত্রদের উপর নৃশংস হামলার প্রতিবাদে ঢাকার বায়তুল মোকাররমের উত্তর গেটে সংক্ষিপ্ত সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
আজ ঢাকার পল্টনস্থ হোটেল জাফরানে শীর্ষ আলেমদের সাংবাদিক সম্মেলন শেষে বায়তুল মোকাররমের উত্তর গেটে এই সভা ও দোয়ার আয়োজন করা হয়।
মূলত সাংবাদিক সম্মেলনে জনসমাগম বেশি হওয়ায় সংক্ষিপ্ত আলোচনা ও দোয়ার জন্য সমবেত মানুষ বায়তুল মোকাররম যান।
সভা সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মাওলানা মামুনুল হক। তিনি বলেন, ‘সাদপন্থীদের এই হামলা মূলত তাবলিগের মেহনতকে ধ্বংস করার ষড়যন্ত্র। মাওলানা সাদ ও তার অনুসারীরা দাওয়াত ও তাবলিগের ধারাকে সঠিক পথ থেকে বিচ্যুত করে বিপথগামী করার চেষ্টা করছে।’
তিনি তার বক্তব্যে ইজতেমার মাঠে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের রহস্যজনক নীরবতা নিয়েও প্রশ্ন তোলন।
মাওলানা মামুনুল হক এই ঘটনার জন্য মাওলানা ফরীদ উদ্দীন মাসউদ, ইন্জিনিয়ার ওয়াসিফুল ইসলাম ও খান শাহাবুদ্দিন গংদের দায়ি এবং তাদের দ্রুত বিচার দাবি করেন।
সংক্ষিপ্ত সভা শেষে দোয়া করেন মুফনি আমানুল হক।
