ইসলাম টাইমস ডেস্ক : গতকাল ১ ডিসেম্বর টঙ্গীর ইজতেমার মাঠে সাধারণ তাবলিগি সাথী, উলামায়ে কেরাম ও মাদরাসা ছাত্রদের উপর নৃশংস হামলার প্রতিবাদে ঢাকার পল্টনে শীর্ষ আলেমদের সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সংবাদ সম্মেলনে উলামায়ে কেরাম ইজতেমার মাঠে সাদপন্থীদের হামলা, মারধর, সম্পদ নষ্ট ও কুরআনি শিক্ষা প্রতিষ্ঠানে ভাংচুরের প্রতিবাদ জানান। তারা এই ঘটনার সঙ্গে জড়িতদের উপযুক্ত শাস্তি এবং টঙ্গী ইজতেমার জন্য উপযুক্ত পরিবেশ তৈরির দাবি জানান।
ঢাকার পল্টনস্থ হোটেল জাফরানে উলামাদের এই সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
হাফেজ ইরফানের কুরআনে তেলাওয়াতের মাধ্যমে আজকের সংবাদ সম্মেলন শুরু হয় এবং সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভিক্টরিয়া মসজিদের ইমাম ও খতিব মুফতি আমানুল হক।
লিখিত বক্তব্যে তিনি ৬ দফা দাবি পেশ করেন। তাহলো,
১. এ হামলার নির্দেশদাতা ওয়াসিফুল ইসলাম ও শাহাবুদ্দীন নাসিমগং সহ হামলার সাথে জড়িত সকলকে আগামী ২৪ ঘন্টার ভিতরে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে।
২. আহত নিহতদের ক্ষতি পূরণ ও চিকিৎসার ব্যাবস্থা করতে হবে।
৩. টঙ্গী ময়দানে এতদিন যেভাবে শুরা ভিত্তিক পরিচালিত তাবলীগের সাথী ও উলামায়ে কেরামের অধীনে ছিলো তাদের কাছেই হস্তান্তর করতে হবে।
৪. অতিসত্তর কাকরাইলের সকল কার্যকলাপ হতে ওয়াসিফ ও নাসিমগংকে বহিস্কার করতে হবে।
৫. সারাদেশের উলামায়ে কেরাম ও শুরা ভিত্তিক তাবলীগের সাথীদের উপর হামলার মামলা বন্ধ করে পূর্ণ নিরাপত্তার ব্যবস্থা করতে হবে।
৬. টঙ্গীর অাগামীর বিশ্ব ইজতেমা যথাসময়ে পূর্বঘোষিত (১৮, ১৯, ২০) অনুষ্ঠানের কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে হবে।
এছাড়াও আগামীকাল ৩ ডিসেম্বর সারা দেশে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদানের কর্মসূচি পেশ করা হয়েছে।
সম্পূর্ণ বক্তব্য পড়তে ক্লিক করুন : সাংবাদিক সম্মেলনের বক্তব্য : কোনো কোনো ক্ষেত্রে পুলিশ হামলাকারীদের মাঠে ঢুকতে সাহায্য করেছে
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, আল্লামা আশরাফ আলী, মাওলানা যোবায়ের আহমদ চৌধুরী, মাওলানা মুহাম্মদ যোবায়ের, আল্লামা নূর হোসাইন কাসেমী, মাওলানা আবদুল কুদ্দুস, মুফতি আরশাদ রাহমানি, মাওলানা নূরুল ইসলাম জিহাদি, মাওলানা রবিউল হক, মাওলানা বাহাউদ্দিন যাকারিয়া, মুফতি শামসুদ্দোহা কাসেমী, মাওলানা মাহফুজুলক, মাওলানা মামুনুল হক প্রমুখ।
লিখিত বক্তব্য ও প্রশ্নোত্তর পর্ব নিয়ে ভিন্ন রিপোর্ট আসছে। ইসলাম টাইমসের সঙ্গে থাকুন …
