সাদপন্থীদের হামলার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ

বি‌শেষ প্র‌তি‌নি‌ধি : সাদপন্থী এতায়াতী সন্ত্রাসী‌ কর্তৃক ট‌ঙ্গি ময়দা‌নে ওলামায়ে কেরাম ও মাদরাসার ছাত্রদের ওপর নগ্ন হামলার প্র‌তিবা‌দে এবং এর নেতৃত্ব দানকারী ওয়া‌সিফ ও নাসী‌মের বিচা‌রের দাবিতে মি‌ছিল ও সমা‌বেশ হ‌য়ে‌ছে।

আজ (২ ডিসেম্বর) বাদ যোহর  হাজার হাজার মুস‌ল্লি ও আ‌লেম ওলামায়ে কেরামের অংশগ্রহণে নারায়ণগ‌ঞ্জের ঢাকা চট্রগ্রাম মহাসড়‌কে এ বি‌ক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

‌বি‌ক্ষোভ শে‌ষে বক্তব্য রা‌খেন ওলামা মাশা‌য়েখ ও স্থানীয় লোকজন।

তারা বলেন, বাংলা‌দে‌শে এতায়াতী‌দের‌ বিভ্রান্তিমূলক কার্যক্রম ও প্রচারণা চালানো যাবে না।

তারা ব‌লেন, সাদপন্থীরা আক্রমণ ও হামলার জন্য ইট-পাথর, বাঁশ ও লাঠি, হেলমেট, হ্যান্ড‌গ্রিপসহ সব ধরনের প্রস্তু‌তি নি‌য়ে বিছানা‌-বেডিং ছাড়া মা‌ঠে ঢুকে ওলামা‌য়ে কেরা‌ম ও ছাত্রদের ওপর হামলে পড়েছে। তারা হাজার হাজার ছাত্র, আলেম ও মুসল্লী‌কে মারাত্মকভাবে আহত করেছে। সাদপন্থীদের এমন ন্যাক্কারজনক হামলার ক‌ঠিন বিচার এবং দোষীদের দ্রুত শাস্তি প্রদানের দাবি জানাই।

বি‌ক্ষোভ সমাবেশে সভাপ‌তিত্ব ক‌রেন মাদানীনগর মাদরাসার মুহা‌দ্দিস মুফ‌তি বশীরুল্লাহ। সমাবেশে বক্তব্য রা‌খেন মাওলানা ফয়সাল, মুফতী নোমান কা‌সেমী, মুফ‌তি ইসমাইল হো‌সেন সিরাজী, মাওলানা রাশেদ বিন নুর, বিশিষ্ট ব্যবসায়ী নুরুল ইসলাম রাহী, আহত মজলুম মাওলানা গাজী খা‌লেদ বিন নূরসহ আ‌রো অনেকেই।

‌বি‌ক্ষোভ শে‌ষে আজ সংবা‌দিক স‌ম্মেল‌নে ঘো‌ষিত সমস্ত কর্মসূ‌চী বাস্তবায়‌নের প্র‌তিশ্রু‌তি ব্যক্ত ক‌রে সমা‌বেশ সমাপ্ত করা হয়।

পূর্ববর্তি সংবাদটঙ্গী মাঠে সাদপন্থীদের হামলার প্রতিবাদে নেত্রকোণায় বিক্ষোভ
পরবর্তি সংবাদপ্রশাসনের ভেতর হয়তো সাদপন্থী কেউ ঘাপটি মেরে আছে বা অন্য কোনো রহস্যজনক কারণে এমনটি হয়েছে : মাওলানা মামুনুল হক